Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বই মেলা : এত শিশু কোথায় থেকে আসলো

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

এত শিশু কোথায় থেকে আসলো, এটা একুশে বই মেলার কৌতুহলী মানুষের প্রশ্ন। শিশুরা স্টলে যাচ্ছে, পছন্দের বই কিনছে, কেনার জন্য অভিভাবকের কাছে বায়না ধরছে। সেই দৃশ্য না দেখলে বুঝা যায় না। শিশুমন পবিত্র। অপকটে তারা সব কিছু বলে ফেলে তোতা পাখির মতো। সপ্তাহের শুক্র এবং শনিবার শিশু প্রহর ঘোষণা দিয়েছে একাডেমি কর্তৃপক্ষ। দিনদিনই মেলায় শিশুদের সংখ্যা বাড়ছে। কার্টুন, কমিক্স এবং ভূতের গল্পের প্রতি শিশু কিশোরদের মনযোগ দেখা যাচ্ছে বেশি। এ বইগুলো প্রকাশ করতে প্রকাশকরা ও বেশি আগ্রহী। কারণ এসব বইয়ের বিক্রি মেলাই সর্বাধিক। চমৎকার প্রচ্ছদ এবং লেখায় ও কার্টুনে ভরা এসব শিশুরই মেলায় এখন প্রধান আকর্ষণ। লুৎফর রহমান লিটন, সুকুমার বড়–য়া প্রমূখ শিশু লেখকদের বইয়ের কাটতি বেশি। ক’দিন পর এদের বইয়ের চাহিদা আরও বেড়ে যাবে। পাখির আশা পাখির বাসা : রফিক মুহাম্মদ, প্রকাশক : সপ্তডিঙ্গা, স্টল নং- ৫২১, মূল্য: ১৫০। বইটি অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।
ষ তুহিন হোসাইন খান




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন