Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে আবুল হায়াত

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে মডেল হলেন বিশিষ্ট অভিনেতা আবুল হায়াত। মঞ্চ, টিভি নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র, নির্মাণে তিনি কাজ করলেও মিউজিক ভিডিওতে কখনো কাজ করেননি। তার ভাষায়, ‘এটা একটা নিউ মিডিয়া। গত কয়েক বছর ধরে লক্ষ্য করছি, প্রচুর দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও হচ্ছে। গানের পাশাপাশি গল্পটাও মানুষ ভিডিওর মাধ্যমে দেখতে চায়। যদিও আমি সেটাকে তরুণ প্রজন্মের বিষয় বলেই এতদিন ধরে নিয়েছি। তবে, এবার সেই ধারণা থেকে নিজেকে বের করে এনেছি। জীবনে প্রথম কোনও গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছি। এবং কাজটি করে আমি মুগ্ধ।’ মিউজিক ভিডিওটি ভাষা শহীদদের উৎসর্গ করে নির্মিত হয়েছে। যাঁরা ১৯৫২ সালের ২১ ফেব্রæয়ারি বুকের তাজা রক্তে রাঙিয়েছেন বাংলা ভাষাকে মাতৃভাষা করার দাবিতে। আবুল হায়াত জানান, বাংলা ভাষা এবং ভাষা শহীদদের নিয়ে নির্মিত এই মিউজিক ভিডিওতে উঠে এসেছে আধুনিকতার নামে বর্তমান বাংলাদেশ এবং বায়ান্নর বীরত্বের কথা। যা ক্যামেরার চোখে চিত্রকল্পে তুলে এনেছেন নির্মাতা ইয়ামিন এলান। সিএমভির ব্যানারে সদ্য নির্মিত ভিডিওটিতে আবুল হায়াতের নাতনীর চরিত্রে আছেন রিফা। লালন লোহানির গীতরচনায় ‘বায়ান্ন’ শিরোনামের গানটির কথা এমন- ওরা ইংরেজিতে বললে কথা নিজেকে ভাবে ধন্য, আমি হাসবো না কাঁদবো... ওরে ও বায়ান্ন...। গানটিতে কণ্ঠ ও সুর দিয়েছেন নাজির মাহমুদ। গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ‘বায়ান্ন’র শিল্পী-সুরকার নাজির মাহমুদ বলেন, ‘এক জীবনে হাজারো গানের সুর করেছি। তবে সবার চেয়ে আমার কাছে এই গানটি স্পেশাল। কারণ এটি বাংলা ভাষাকে নিয়ে গান এবং নিজের কণ্ঠে গাওয়া গান। স্বপ্ন দেখি বাংলা ভাষা সমুন্নত রাখার সঙ্গে গানটিকেও।’ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে গানটি চলতি সপ্তাহে ইউটিউব, জিপি মিউজিক অ্যাপসহ দেশের বেশিরভাগ টিভি চ্যানেলে একযোগে মুক্তি পাচ্ছে সিএমভির ব্যানারে। এ প্রসঙ্গে প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভির প্রধান এসকে সাহেদ আলী বলেন, ‘প্রেম-বিরহের গানের বাইরেও আমাদের কিছু সামিজিক দায়বদ্ধতা থাকা উচিত। সেই অনুভব থেকেই অনেক স্বপ্ন নিয়ে গানটি প্রকাশের উদ্যোগ নিয়েছি। এরজন্য আমি কৃতজ্ঞ নাজির মাহমুদ ভাই, শ্রদ্ধেয় আবুল হায়াতসহ সংশ্লিষ্ট সবার কাছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিউজিক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ