Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অধিক ফলনে বারি উদ্ভাবিত জাতের দিকে ঝুঁকছেন কৃষক

তিন জেলার কৃষির নিবিড়তা বেড়েছে ৫ ভাগ

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মো. অহেদুল হক, গোপালগঞ্জ থেকে : পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের ৫ বছরের কর্মকান্ডে ৩ জেলার কৃষির নিবিড়তা বৃদ্ধি পেয়েছে ৫ ভাগ। উৎপাদন বেড়েছে ১৫%। এ প্রকল্পের পরামর্শে জমির উর্বরতা ঠিক রেখে কৃষক পানি সাশ্রয় করে একই জমিতে ৩টি ফসল ফলাচ্ছেন। এ কারণে কৃষকের আথ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটেছে। গত শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ও কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামে কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈন উদ্দীন আব্দুল্লাহর নেতৃত্বে কৃষি বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা এ প্রকল্পের প্রদর্শনী প্লট পরিদর্শনে এলে প্রকল্পের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজমুল ইসলাম, কৃষি সম্প্রসারণের ডিজি মো. মঞ্জুরুল হান্নান, কৃষি গবেষণা ইনস্টিটিউটের ডিজি আবুল কালাম আযাদসহ কৃষি বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প থেকে জানানো হয়, গত ৫ বছরে ৩ জেলার অন্তত ৬ হাজার হেক্টর জমিতে এ প্রকল্প সরিষা, তিল, বাদাম, সূর্য্যমুখী, মুগ, মসুর, মটর, আলু, গম, ভুট্টা, সবজি, কলা, আম, মাল্টা, পেঁয়ারা, রসুন, হলুদ, মৌরি, জাউন, শোলক, ফিরিঙ্গি, কালোজিরা, ধনিয়া ও মেথিসহ বিভিন্ন জাতের ফসলের প্রদর্শনী প্লট করা হয়েছে। প্রত্যেক প্লটে স্থানীয় জাতের তুলনায় এ জাতের ফসল ২ থেকে ৩ গুণ বেশি ফলেছে। অধিক ফলন দেখেই কৃষক সহজেই বারি উদ্ভাবিত জাতের দিকে ঝুঁকছেন। প্রকল্প থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ও বীজ সংরক্ষণ করে ৩ জেলার কৃষক উৎপাদন বৃদ্ধি, কৃষি উন্নয়ন ও সম্প্রসারণে ভূমিকা রাখছেন। টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামের কৃষক ফিরোজ মোল্লা বলেন, এ প্রকল্প বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত সবজি, ডাল, আলু, তৈল বীজ, গম, ভুট্টা, ফল ও মসলাজাতীয় ফসলের চাষাবাদে প্রথম আমাদের উদ্বুদ্ধ করে। এ অঞ্চলে আমরা বারি উদ্ভাবিত জাতের ফসল প্রদর্শনী প্লটে আবাদ করে অধিক ফসল ঘরে তুলেছি। কৃষি উৎপাদন বৃদ্ধি করে আয় বৃদ্ধি করেছি। আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে। আমাদের প্রদর্শনী প্লটে ফসলের বাম্পার ফলন দেখে এ অঞ্চলের কৃষক বারি উদ্ভাবিত জাতের ফসল আবাদে উৎসাহিত হচ্ছেন। কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের কৃষক ওসমান সরদার বলেন, বারি উদ্ভাবিত জাত উচ্চফলনশীল। এ জাতে ইইব্রিড জাতের সমান ফলন পওয়া যায়। হাইব্রিড জাত চাষ করে আমরা পরবর্তী বছরের জন্য বীজ রাখতে পারি না। কিন্তু বারি উদ্ভাবিত জাত চাষ করে পরবর্তী বছরের জন্য বীজ সংরক্ষণ করতে পারি। এ বীজ দিয়েই আমরা এলাকায় প্রতি বছর বারি উদ্ভাবিত ফসলের আবাদ সম্প্রসারণ করছি। কৃষিতে অনুন্নত গোপালগঞ্জের কৃষির ব্যাপক উন্নতি ঘটছে। প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প ৩ জেলায় ২০১৩ সাল থেকে কাজ শুরু করে। গোপালগঞ্জ শহরে এ প্রকল্পের প্রকল্প অফিস স্থাপন করে কার্যক্রম আরম্ভ করা হয়। গবেষণা কার্যক্রমের মাধ্যমে এলাকার উপযোগী ফসলের উপযোগিতা ও সম্ভাব্যতা চাই এবং কৃষক প্রশিক্ষণ, মাঠ দিবস, সেমিনার, কর্মশালার মাধ্যমে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উন্নতজাত ও প্রযুক্তির বিস্তার ঘটিয়ে কৃষকের আয় বৃদ্ধি করাই হচ্ছে এ প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রকল্পের ঊর্ধŸতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচএম খায়রুল বসার বলেন, কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী কর্তৃক উদ্ভাবিত নতুন নতুন জাতের বীজ এ প্রকল্পের গবেষকদের হাতে তুলে দেয়া হয়। এসব বীজের উপযোগিতা যাচাইয়ে জন্য কৃষককে পরামর্শ, প্রশিক্ষণ, সার ও ছত্রাক নাশক নিয়ে প্রদর্শনী প্লট করছি। প্রতিটি প্রদর্শনী প্লটে ফসলের বাম্পার ফলন হচ্ছে। ফসলের উপযোগিতা ও সম্ভাব্যতা যাচাইয়ের গবেষণা কার্যক্রমেও এ প্রকল্পের সাফল্য অর্জিত হয়েছে। এখানে আগে ফসলে নিবিড়তা ছিল ১৭৬ ভাগ। এখন ফসলের নিবিড়তা বৃদ্ধি পেয়ে ১৮১ ভাগে দাঁড়িয়েছে। অর্থাৎ ৫ বছরের কর্মকান্ডে ৩ জেলার কৃষির নিবিড়তা বৃদ্ধি পেয়েছে ৫ ভাগ। উৎপাদন বেড়েছে ১৫%। কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈন উদ্দীন আব্দুল্লাহ প্রকল্পের সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলতে কৃষি উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। আমরা ইতোমধ্যে খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। শুধু ভাত দিয়ে পেট ভরলে হবে না। পুষ্টিসমৃদ্ধ খাবারও আমাদের খেতে হবে। তাই পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে বিজ্ঞানীরা কাজ করছেন। এখন আমরা তেল, ডাল অন্যান্য ফসলের আমদানি নির্বরতা কমিয়ে উৎপাদন বৃদ্ধির চেষ্টা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ