Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

টেস্ট সিরিজের নামকরণ ‘জয়বাংলা’ কাপের প্রস্তাব

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ক্রিকেট বাণিজ্যিকীকরণের প্রচলিত আইডিয়া থেকে সরে দাঁড়িয়ে এবার নুতন কিছুর উদ্ভাবন হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরে। কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের পন্যের ব্র্যান্ডিং নয়, সারা বিশ্বে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উপস্থাপনে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে এই সিরিজের টাইটেল এবং কো স্পন্সরশিপের স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান। শ্রীলঙ্কা সফরে গল-এ প্রথম টেস্টটি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ৭ ই মার্চের দিনে শুরু হবে এবং শ্রীলঙ্কার পি সারা স্টেডিয়ামে বাংলাদেশের ঐতিহাসিক ১০০তম টেস্ট চলাকালে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী দেশজুড়ে পালিত হবে বলে এই দু’টি বিশেষ দিনের গুরুত্ব সারা বিশ্বকে জানিয়ে দিতে টেস্ট সিরিজের নামকরণ ‘জয় বাংলা’ কাপ করার প্রস্তাব দেয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে। ইতোমধ্যে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে এবং টি-২০ সিরিজের কো স্পন্সর হয়ে গেছে বিক্রি। শ্রীলঙ্কা থেকে অপ্পো মোবাইল ফোন ওই দু’টি সিরিজের টাইটেল স্পন্সরশিপ কিনতে আগ্রহ প্রকাশ করেছে। তিনটি সিরিজের পাওয়ার্ড বাই হিরো হোন্ডা এবং কো স্পন্সর ওয়ালটন। অপেক্ষা শুধু টেস্ট সিরিজের টাইটেল স্পন্সরশিপ। টেস্ট সিরিজটির নাম যেহেতু ‘জয় বাংলা’ কাপের প্রস্তাব এসেছে, তাই প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য প্রস্তাবটি পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিশ্বস্ত সূত্র। ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক মুক্তিকামী বাংলাদেশীদের স্বাধীনতা যুদ্ধে করেছে উদ্বুদ্ধ। বাংলাদেশের মহান স্বাধীনতার সেøাগান ‘জয় বাংলা’ এখনো উদ্দীপ্ত করে বাংলাদেশীদের, মহান স্বাধীনতার মাসের গুরুত্ব একটি আন্তর্জাতিক সিরিজের মধ্য দিয়ে সারা বিশ্বকে জানিয়ে দিতে এর থেকে ভালো উদ্যোগ কি আর হতে পারে?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেস্ট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ