Inqilab Logo

ঢাকা বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০, ১৮ অগ্রহায়ণ ১৪২৭, ১৭ রবিউস সানি ১৪৪২ হিজরী
শিরোনাম


আমার শাশুড়িকে ছেড়ে উনার স্বামী প্রায় ১০ বছর আগে চলে গেছে, কোথায় গেছে জানা নাই, ঐ ঘরে ৩টা মেয়েও আছে, শাশুড়ী ওনার স্বামীর কিছু ব্যাবসায়ীক ক্ষেত্রের জিনিসপত্র বিক্রি করে মেয়েদের লেখাপড়া ও ভরন পোষন সহ বিবাহ দিয়েছে এবং তাদের চালাচ্ছে, স্বামীর কোন হদিস নেই, বেঁচে আছেন না মারা গেছেন কেউই জানে না। তাদের অন্য কোনো আয়ের উৎসও নেই। এমতাবস্থায় উনি কি জাকাত নিতে পারবেন? তার মেয়ের জামাই তাকে জাকাত দিতে পারবে কি?

উত্তর : যিনি এমন অবস্থায় আছেন, তিনি যাকাত নেওয়ার মতো দরিদ্র হলে যাকাত নিতে পারবেন। আর শশুর শাশুড়িকে যাকাত দেওয়া যায়। উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভীসূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।প্রশ্ন পাঠাতে নিচের...

প্রশ্ন : বেশ কিছুদিন হলো বিবাহ করেছি, তারা তিন বোন, সে ছোট। প্রথমদিন শ্বশুরবাড়ি গিয়েই দেখি স্ত্রীর বড় দুলাভাই শালীদের জড়িয়ে ধরে ও চুমু খায়। আমার শাশুড়িও বলেছে বড় জামাই শালীদের বোনের মত দেখে, এটা স্বাভাবিক। আমার স্ত্রী ও দুলাভাইরা একে অপরকে ইয়ার্কি করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ইমো, ম্যাসেঞ্জারে কে কি করছে সে ছবি দেয়, গালিগালাজ করে। যা আমার কাছে দৃষ্টিকটু লাগে। এসব ব্যাপারে স্ত্রীকে বলায় আমাকে ছোট মনমানসিকতার বলা হয়েছে। এসম্পর্কে বিধান কি?

উত্তর : আপনি যে বর্ণনা দিয়েছেন, আমাদের সমাজে ভাই বোনেরা পরস্পরে কি এমন করে? বোনেরা আপন ভাইয়ের সাথে যতটুকু খোলামেলা, ভাইয়ের মতো বা বোনের মতো দেখলেও অন্যরা এমন খোলামেলা আচরণ করতে পারে না। ইসলামে ভাইয়ের মতো বা বোনের মতো এমন...


প্রশ্ন : আমার মায়ের অনেক বয়স। তিনি কিছু বোঝেন না। মতিভ্রম হয়ে গেছে বলা যায়। একবার আমার স্ত্রী মাকে গোসল করানোর সময় হারামজাদী বলে গালি দেয়। বাহির থেকে ঘরে ঢোকার সময় তা আমি শুনে ফেলি। পরে আমার স্ত্রী আমার মায়ের কাছে মাফ চায়; কিন্তু এখনো এটা আমার মনে হলে খুব কষ্ট পাই। আজ পর্যন্ত আমার স্ত্রী আমার ভাই-বোনদের আপন করে নিতে পারেনি, যদিও আমি তার সব আত্মীয়স্বজনকে নিজের আপন করে নিয়েছি। এখন আমার কী করণীয়?

উত্তর : আপনার ধৈর্য ধরতে হবে। পরিস্থিতির সাথে মানিয়ে চলতে হবে। আপনার স্ত্রী ভুল করলেও তাকে আপনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন। আপনার পরিবারের সাথে আপন হওয়ার সময় সুযোগ দিন। কোনো সমস্যা থাকলে তা দূর করার চেষ্টা করুন। তার পরিবারকে আপনি আপন...আর্কাইভ