Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বঙ্গবন্ধুর কীর্তি চিরঞ্জীব থাকবে - চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন দলমত নির্বিশেষে সকলকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স্বীকার করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও কীর্তি চিরঞ্জীব থাকবে। গতকাল (মঙ্গলবার) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অফিস প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি নির্মাণকাজের ফলক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন। সিটি মেয়র নাছির বলেন, বাংলাদেশের স্বাধীনতা জাতির পিতার অবদান। তাকে দেশ বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রিসার্চ করে জ্ঞানে-গুণে সমৃদ্ধ হওয়ার প্রয়াস অব্যাহত আছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর একটি প্রতিকৃতি নির্মিত হচ্ছে। অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, শৈবাল দাশ সুমন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস আঞ্জুমান আরা বেগম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল, চসিকের তত্ত¡াবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
চসিক মেয়রকে স্মারকলিপি
চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ পঞ্চবার্ষিকী কর পুনঃমূল্যায়ন পুনঃবিবেচনার দাবিসহ ৪ দফা দাবি সম্বলিত একখানা স্মারকলিপি গতকাল সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নিকট হস্তান্তর করেন। এসময় চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপদেষ্টা হাসমত আলী, মো. সফিউল আলম, সহ-সভাপতি নুরুল আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, অর্থ সম্পাদক আ ম ম আবদুস শাকুর প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ