Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে নয় নিজের কাছে রাখুন -পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বয়স হলে পিতা-মাতা একাকীত্ব বোধ করেন। সব সময় ভয়ভীতির মধ্যে থাকে। তারা একা থাকলে ভয় পায়। তাই তাদের বৃদ্ধাশ্রমে নয় নিজের কাছে রাখার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আমার মায়ের বয়স শতবছর হয়েছে। আমিও মাকে নিজের কাছে রাখি। তাই সবাই নিজের পিতা-মাতাকে সব সময় কাছে রাখুন।
গতকাল বৃহস্পতিবার শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ‘প্রবীণকল্যাণ বিষয়ক গবেষণা ফলাফল বিস্তরণ এবং নীতি সংস্কার জাতীয় কর্মশালা-২০১৭’ অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান করেন।
পিতা-মাতার প্রতি সম্মান রেখে মন্ত্রী বলেন, পিতা-মাতা বয়স্ক হলেও সম্পদ। আমাদের চলার পথের অনুপ্রেরণা। পিতা-মাতাকে সব সময় ভালোবাসতে হবে। সামাজিক বন্ধনে আবদ্ধ করতে হবে। সামাজিক অবক্ষয় যেন না হয়।
মন্ত্রী আরও বলেন, চিকিৎসার আধুনিকায়নে বাধ্যর্কের সংখ্যা বাড়ছে। সারা বিশ্বেই এই হার বাড়ছে। আমাদের দেশে ৭ শতাংশ মানুষের বয়স ৬০ বছরের উপরে। জাপানে ১৫ শতাংশ মানুষ বৃদ্ধ। বয়স্ক মানুষের সুফল পেতে হলে তাদের অর্জিত জ্ঞান-গবেষণা আমাদের কাজে লাগাতে হবে।
গড় আয়ু বৃদ্ধি প্রসঙ্গে মুস্তফা কামাল বলেন, কেউ পৃথিবী ছেড়ে যেতে চায় না। আমিও শতবছরের বেশি সময় বাঁচতে চাই। আপনারা প্রতিদিন বেশি বেশি ফল খাবেন, সব সময় পানি খাবেন। এতে জীবনের আয়ু বাড়বে।
দেশের উন্নয়নের কথা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের দেশে দারিদ্রতার হার কমছে সব সময়। দরিদ্র সব দেশেই থাকে।
পরিকল্পনা বিভাগের সচিব জিয়াউল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় জিইডি সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) বেগম জুয়েনা আজিজ, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব বেগম ফৌজিয়া জাফরীন, রয়েল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. পি সি সরকার প্রমুখ অংশ নেন।



 

Show all comments
  • ইয়াকুব আলী ২০ অক্টোবর, ২০১৭, ৪:৪৫ এএম says : 0
    অনেক দিন পরে একটা ভালো কথা বললেন।
    Total Reply(0) Reply
  • মুজাহিদ ২০ অক্টোবর, ২০১৭, ৮:০৬ এএম says : 0
    নীতি কথা বলার পাশাপাশি, গরিব ও অসহায় ব্রদ্ধদের মানসম্মত বয়স্কভাতার নিশ্চ্যতা দেওয়া হোক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিকল্পনামন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ