Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিআইএ পরিচালক মাইক পম্পেওর সতর্ক উচ্চারণ উ.কোরিয়ার চূড়ান্ত হামলা প্রতিহতে তৈরি যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক মাইক পম্পেও সতর্কতা উচ্চারণ করে বলেছেন, মার্কিন ভূখÐে আঘাত হানতে সক্ষম পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র প্রস্তুতের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে উত্তর কোরিয়া। তবে এ হামলা প্রতিহতের জন্য প্রস্তুত রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য ওয়াশিংটন কূটনীতি এবং নিষেধাজ্ঞাকে প্রাধান্য দিলেও বিকল্প হিসেবে সামরিক বাহিনী রয়েছে বলেও হুশিয়ারি দিয়েছেন পম্পেও। গত বৃহস্পতিবার ওয়াশিংটনভিত্তিক থিংকট্যাংক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের এক নিরাপত্তা ফোরামে এ কথা বলেন তিনি। বিবিসি জানায়, উত্তর কোরিয়া অবশ্য বহু আগেই যুক্তরাষ্ট্রের ভূখÐে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করে আসছিল। কিন্তু এতদিন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কোনো মন্তব্য করেননি। পিয়ংইয়ংয়ের সা¤প্রতিক সময়ের কার্যক্রম পর্যবেক্ষণ শেষে এবার সিআইএ প্রধান নিজেই আশঙ্কার কথা বললেন। পম্পেও বলেন, ‘উত্তর কোরিয়া এখন পরমাণু বোমা হামলার সক্ষমতা অর্জনের দ্বারপ্রান্তে। আমাদের উচিত তাদের এ চূড়ান্ত পদক্ষেপ গ্রহণের আগেই তা প্রতিহত করার বিষয়ে চিন্তা করা।’ সিআইএ প্রধান বলেন, এখন কী ঘটবে বা এক মাসের মধ্যে যাই ঘটুক, এখন আমরা এমন একমুহূর্তে রয়েছি যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যাতে এ ধরনের সক্ষমতা অর্জন করতে না পারে এজন্য আমাদের বৈশ্বিক প্রচেষ্টা রয়েছে।’ পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা পিয়ংইয়ংয়ের বিশেষজ্ঞরা দ্রæতই করছেন জানিয়ে পম্পেও বলেন, ‘তাদের ত্বরিত কার্যক্রমের কারণে এটা বোঝা মুশকিল যে কখন উত্তর কোরিয়া সফল হয়ে যাবে।’ এর আগে যুক্তরাস্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার বলেন, মার্কিন প্রেসিডেন্ট পিয়ংইয়ংয়ের একটি পরমাণু হামলা গ্রহণ করতেও রাজি নন। ট্রাম্প প্রশাসনের এ মন্তব্যের একদিন পর সিআইএ’র সাবেক পরিচালক জন ব্রেনন বলেন, ‘উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর সম্ভাবনা সর্বোচ্চ ২০ থেকে ২৫ ভাগ। এদিকে কোরীয় উপদ্বীপে অবস্থানরত মার্কিন এয়ারক্রাফটবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যানকে হামলার ‘প্রধান লক্ষ্যবস্তু’ হিসেবে হুশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, ওয়াশিংটনের উচিত ‘এক অকল্পনীয় হামলার’ জন্য অপেক্ষা করা। কোরীয় উপদ্বীপে চলমান যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ নৌ-মহড়ার মধ্যেই এ হুমকি দিল পিয়ংইয়ং। এছাড়া ট্রাম্পকে হোয়াইট হাউসের ‘উম্মাদ ব্যক্তি’ বলে উল্লেখ করেছে কেসিএনএ। আল-জাজিরা জানায়, কোরীয়া উপদ্বীপে সিউল ও ওয়াশিংটনের এ নৌ-মহড়াকে ‘যুদ্ধের জন্য অনুশীলন’ বলেও উল্লেখ করেছে উত্তর কোরিয়া। তবে মার্কিন যুদ্ধ জাহাজের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মার্ক ডাল্টন বলেন, মহড়ার মাধ্যমে আমরা এটি পরিষ্কার করতে চাই যে, উত্তর কোরিয়াকে প্রতিহত করতে আমরা প্রস্তুত। কেসিএনএ, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ