Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফসলের ব্যাপক ক্ষতি : ১৮ ঘণ্টা বিদ্যুৎ নেই গফরগাঁওয়ে প্রবল বর্ষণে জনজীবন অচল

| প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

মুহাম্মদ আতিকুল্লাহ, গফরগাঁও (ময়মনসিংহ) থেকে : গফরগাঁও উপজেলায় গত শুক্র ও শনিবার দিনভর প্রবল বর্ষণে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ১৮ ঘণ্টা যাবৎ উপজেলার কোথাও বিদ্যুৎ ছিলো না। গতকাল শনিবার রাত ৭টার দিকে শুধু মাত্র গফরগাঁও পৌর শহরে (পিডিবি) বিদ্যুৎ সরবরাহ কোন রকম চালু করা হয়েছে। ময়মনসিংহ থেকে গফরগাঁও ৩৩ কেবি গ্রীড লাইনে প্রবল বর্ষণ ও ঝড়ের কারণে সমস্যা হয়েছে বলে পিডিবি অফিস সূত্রে জানা গেছে। এদিকে পল্লী বিদ্যুৎ লাইনের অবস্থা আরও করুন। এ রির্পোট লেখা পর্যন্ত কোথাও বিদ্যুৎ আসার খবর পাওয়া যায়নি। অবিরাম বর্ষণের ফলে আমন ধান ও শীতকালীন ফসলসহ অন্যান ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নিচু এলাকায় ফসল ও মৎস্য খামার পানির নিচে তলিয়ে গেছে। গত দু’দিনের টানা বর্ষণে বেশীয় ভাগ দোকান পাট বন্ধ ছিলো। বিশেষ করে দিন মজুরদের ঘরে ঘোর অন্ধকার নেমে এসেছে। বিভিন্ন গ্রামে বহু মাটির ঘর ধসে পড়েছে। শহর ও গ্রাম এলাকায় রাস্তাঘাঠে জনশুন্য হয়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, ছাত্র/ছাত্রীর উপস্থিতি নেই বললেই চলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ