Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

নিউইয়র্কে আফজাল হোসেনের একক চিত্র প্রদর্শনী

অভি মঈনুদ্দীন | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বরেণ্য অভিনেতা, নির্দেশক আফজাল হোসেন এবারই প্রথম নিজের আঁকা ছবি দিয়ে একক চিত্রপ্রদর্শনী করতে যাচ্ছেন। এটি তার প্রথম একক চিত্রপ্রদর্শণী। নিউইয়র্কে এই চিত্রপ্রদশর্নী হবে। নিউইয়র্ক ভিত্তিক ‘আজকাল’র দশম বর্ষপূর্তি উপলক্ষে আফজাল হোসেনের একক চিত্র প্রদর্শণীর আয়োজন করা হয়েছে। শুধু তাই নয় আফজাল হোসেনকে ‘আজকাল সম্মাননা’তেও ভূষিত করা হবে। সাপ্তাহিক আজকাল চলতি বছর থেকেই এই সম্মাননার প্রবর্তন করতে যাচ্ছে আফজাল হোসেনকে সম্মাননা দেয়ার মধ্যদিয়ে। আফজাল হোসেন তার নিজের আঁকা ছবি নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিত্র প্রদর্শণীতে যোগদানের লক্ষে গতকাল ২২ অক্টোবর রাতের ফ্লাইটে রওয়ানা হয়েছেন। যাবার আগে আফজাল হোসেন বলেন, ‘আমার জীবনের প্রথম একক চিত্র প্রদর্শনী অবশেষে হতে যাচ্ছে, এটা সত্যিই ভালো লাগার বিষয়। তবে প্রথম চিত্র প্রদর্শনী দেশের বাইরে নিউইয়র্কে হওয়ায় ভালো লাগাও কাজ করছে। জিকোর আন্তরিক চেষ্টায় অবশেষে আনুষ্ঠানিকভাবে একক চিত্র প্রদর্শনী হতে যাচ্ছে। ঢাকায় এর আগে বিভিন্ন দলীয় চিত্র প্রদর্শনীতে আমার আঁকা ছবি প্রদর্শিত হয়েছে। কিন্তু এবারই প্রথম এককভাবে তা হচ্ছে। আশা করছি, বাংলাদেশের এমন অনেকের সঙ্গে দেখা হবে যাদের সঙ্গে চিন্তা ভাবনার আদান প্রদান হবে। সাধারণত এমনিতে বেড়াতে গেলে চিন্তা ভাবনার এই আদান প্রদানের সুযোগটা থাকেনা। সবমিলিয়েই আশা করছি ভালো লাগবে।’ আজকাল সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো বলেন, ‘বাংলাদেশের মিডিয়া জগতের আইকন আফজাল ভাই। এমন একজন গুণী ব্যক্তিত্বকে আমাদের দশ বছর পূর্তি অনুষ্ঠানে আমাদের সঙ্গে রাখতে পেরে আজকাল পরিবার গর্বিত। তাকে সম্মাননা প্রদানের মধ্যদিয়েই আমরা প্রবর্তন করতে যাচ্ছি আজকাল সম্মাননা। এই বিষয়টি আমাকে গর্বিত করে তুলছে। আশা করি, নিউইয়র্কের বসবাসরত বাঙ্গালীরা আফজাল ভাইয়ের উপস্থিতি এবং সান্নিধ্য বেশ আনন্দ নিয়েই উপভোগ করবেন।’ আগামী ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটস’র বেলাজিনো ব্যাংকুয়েট হলে দুপুর ১২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত আফজাল হোসেনের একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। তার আগে আগামী ২৭ অক্টোবর ‘আজকাল’র তিনদিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকীর জমকালো আয়োজনের প্রথমদিনে সন্ধ্যা ৬টায় ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় আফজাল হোসেনকে ‘আজকাল সম্মাননা’য় ভূষিত করা হবে। পরের দিন ‘পালকী পার্টি সেন্টার’-এ আজকাল আড্ডায় অংশ নেবেন আফজাল হোসেন। ‘ভালোবাসার দশ বছর’ শীর্ষক তিনদিনের টানা অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে আগামী ৭ নভেম্বর দেশে ফিরবেন আফজাল হোসেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ