Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলাদেশে ১৫ প্রকল্প উদ্বোধন করেছেন সুষমা স্বরাজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৭, ১২:৪৫ পিএম | আপডেট : ৩:২১ পিএম, ২৩ অক্টোবর, ২০১৭

ভারতের অর্থায়নে বাংলাদেশে ১৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন ঢাকায় সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

সোমবার সকালে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সারি ভবনসহ এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এ সময় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলাসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে সেখানে বক্তব্য রাখছিলেন সুষমা স্বরাজ।

ভারতীয় অর্থায়নে ৭১ কোটি ৬৪ লাখ টাকার উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- পিরোজপুরে ১১টি পানি পরিশোধনাগার স্থাপন, দেশের বিভিন্ন স্থানে ৩৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপন, সাভারে ৫তলা ইস্কন মন্দির নির্মাণ, সিলেট ইস্কনে ৫তলা ছাত্রাবাস নির্মাণ, চট্টগ্রামে একটি কমিউনিটি ভবন নির্মাণ।

এর আগে দুই দিনের সফরে রোববার দুপুর বেড়টায় ঢাকা আসেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। প্রথমদিন ঢাকায় তিনি- প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেন।

সফরসূচিতে দ্বিতীয় দিন ঢাকায় ১৫টি প্রকল্পের উদ্বোধনই ছিল সুষমার শেষ কর্মকাণ্ড। এর পর আজ দুপুরে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুষমা স্বরাজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ