Inqilab Logo

ঢাকা, শুক্রবার, ০৫ জুন ২০২০, ২২ জ্যৈষ্ঠ ১৪২৭, ১২ শাওয়াল ১৪৪১ হিজরী

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে অভিনয়ে প্রসূন

| প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: টেলিভিশন সংগঠনগুলোর নিষেধাজ্ঞা কাটিয়ে অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী প্রসূন আজাদ। প্রসূনের কিছু বিতর্কিত কাজের জন্য টেলিভিশনের সংগঠনগুলো তাকে এক বছরের নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় তিনি এখন অভিনয়ে ফিরেছেন। সোহেল খানের রচনা ও রহমতুল্লাহ তুহিনের পরিচালনায় একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। ধারাবাহিকটির নাম ‘যখন কখনও’। নাটকটির শূটিং এখন ময়মনসিংহের ফুলপুরে হচ্ছে। প্রসূন বলেন, টেনশনে আছি। আবারও অভিনয় ফিরছি তাও সিনিয়র অভিনয়শিল্পীদের সঙ্গে অভিনয় করতে হচ্ছে। আবারও লাইট, ক্যামেরা। আবার ব্যস্ত জীবনে ফিরছি। প্রসূন ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেন, নিজেকে যতটা খারাপ মানুষ ভাবতাম, ইনবক্স দেখে মনে হলো আমি ততখানি খারাপ না। এখনো অনেক মানুষ আমাকে ভালোবাসে। উল্লেখ্য, গত বছর অক্টোবরে স্বপ্ন সত্যি হতে পারে নামের একটি নাটকের শূটিংকে কেন্দ্র করে নির্মাতা ও প্রযোজক রোকেয়া প্রাচীর সঙ্গে প্রসূনের কথা কাটাকাটি হয়। পরে দুজনই পাল্টাপাল্টি অভিযোগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর জের ধরে প্রসূন আজাদের বিরুদ্ধে ১৯ অক্টোবর রোকেয়া প্রাচী অভিযোগ করেন নাটকের তিন সংগঠনের কাছে। রোকেয়া প্রাচীর অভিযোগের ভিত্তিতে এ নায়িকাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনয়

২৬ ডিসেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ