Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন আবদুল লতিফ বাচ্চু ও নরেশ ভূঁইয়া

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ এর পরিচালক ফজলুল হক-এর মৃত্য্যুবার্ষিকী ২৬ অক্টোবর। ফজলুল হকের স্মৃতির স্মরণে ২০০৪ সাল থেকে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ প্রর্বতন করেন ফজলুল হক স্মৃতি কমিটির পক্ষে বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। এ বছর এ পুরস্কার পাচ্ছেন চলচ্চিত্র পরিচালনায় আবদুল লতিফ বাচ্চু এবং চলচ্চিত্র সাংবাদিকতায় নরেশ ভূঁইয়া। এ উপলক্ষে আজ দুপুরে ঢাকার একটি অভিজাত হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও সভাপতিত্ব করবেন রাবেয়া খাতুন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফজলুল হক পরিবারের সদস্যসহ বিভিন্ন অঙ্গণের দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে দেখানো হবে ফজলুল হকের জীবন ও কর্ম নিয়ে নির্মিত ‘সম্মুখযাত্রী’ নামের একটি প্রামাণ্যচিত্র। প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন শহিদুল আলম সাচ্চু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ