Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিবগঞ্জের তিনটি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের তিনটি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। এলজিইডির বাস্তবায়নে গ্রামীন অবকাঠামো নির্মাণের লক্ষ্যে গতকাল প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে এ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন শিবগঞ্জ আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী। এ উপলক্ষে সংক্ষিপ্ত পথসভায় গোলাম রাব্বানী এমপি বলেন, বর্তমান সরকার যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার উন্নয়নের সরকার। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, সহকারী প্রকৌশলী আয়াতুল্লাহ্ বেহেস্তী, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, চককীর্তি ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পাভেল, শ্যামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আতিকুল ইসলাম ডিউক চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্যরা। প্রসঙ্গত, বাঁশমহল গ্রামের ইসমাইলের বাড়ি হতে গোলাম রাব্বানী এমপির বাগান পর্যন্ত সাড়ে ১৩ লাখ টাকা ব্যয়ে ২৮৮ মিটার সড়ক, পুখুরিয়া গ্রাম আর এন্ড এইচ মন্টুর দোকান শাহানবান্ধা গ্রাম ভায়া ইয়াসিন আলীর বাড়ি পর্যন্ত প্রায় সাড়ে ২৩ লাখ টাকা ব্যয়ে ৪৪১ মিটার সড়ক ও পুখুরিয়া আর এন্ড এইচ তোজাম্মেলের বাড়ি হতে পাগলা নদী ভায়া সাজ্জাদ মেম্বারের বাড়ি পর্যন্ত পৌনে ১৯ লাখ টাকা ব্যয়ে ৩৯৮ মিটার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ