Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাওয়ালপিন্ডি থেকে পাক সেনা সদরদপ্তর যাচ্ছে ইসলামাবাদ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

পাকিস্তানের সামরিক বাহিনীর সদর দপ্তর রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে রাজধানী ইসলামাবাদে নেয়ার পরিকল্পনা করছে পাকিস্তান সরকার। দেশটির প্রতিরক্ষামন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জামিরুল হাসান একথা জানিয়েছেন। গত বৃহস্পতিবার পাক সিনেটের প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটিকে ব্রিফ করার সময় তিনি এ তথ্য জানান। জেনারেল জামিরুল হাসান জানিয়েছেন, প্রতিরক্ষা কমপ্লেক্স তৈরির জন্য এরইমধ্যে রাজধানী ইসলামাবাদে ২,৪৫০ একর জমি বরাদ্দ দেয়া হয়েছে এবং সেনা সদরদপ্তর সরানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে ৫,০০০ পরিবারকে বিভিন্ন স্থানে সরিয়ে নেয়ার প্রয়োজন হবে। জেনারেল জামিরুল জানান, নতুন সেনা সদরদপ্তর নির্মাণের জন্য ১০ হাজার কোটি রূপি ব্যয় হবে এবং এ অর্থ সামরিক বাহিনী সরবরাহ করবে। ডন, নিউজ১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ