খুবি হলের পাশে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

খুলনা মহানগরীর হরিনটানা থানাধীন খুলনা বিশ্ববিদ্যালয়ের আহসানউল্লাহ হলের পার্শে নয়ন(২৩) নামক এক যুবক কে ধারালো
নাটোরের গুরুদাসপুরে অসামাজিক কাজে জড়িত থাকার অপরাধে এক জোড়া যুবক-যুবতীকে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গণপতি রায় এই রায় প্রদান করেছেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, উপজেলার নাজিরপুর ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের এরশাদ আলীর ছেলে মো. সাইদুল ইসলাম (৩০) ও পাশ^বর্তী উপজেলার সোনাপুর গ্রামের সলেমান আলীর মেয়ে সালমা বেগম (২০)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার জানান, বুধবার গভীর রাতে এলাকাবাসী উপজেলার নাজিরপুর ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের এরশাদ আলীর বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় তাদের দুজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে অভিযুক্তদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক এই রায় প্রদান করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।