Inqilab Logo

ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২০, ২৬ শ্রাবণ ১৪২৭, ১৯ যিলহজ ১৪৪১ হিজরী
শিরোনাম

নিজের ঘরের চালে মিলল শিশুর লাশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৭, ১২:২৩ পিএম

সুনামগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর ঘরের টিনের চালের ওপর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জেলার হরিনাপাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকুয়ান আহমদ (১০) ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে হরিনাপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। জানা যায়, গত বুধবার বিকেলে খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয় জাকুয়ান। তারপর থেকে সে নিখোঁজ ছিল। থানায় জিডিও করা হয়েছিল। গতকাল শুক্রবার রাতে দুর্গন্ধ ছড়ালে খোঁজাখুঁজি করে বাড়ির একটি ঘরের টিনের চালে তাকে মৃত পাওয়া যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। সদর থানার এসআই মোশারফ হোসেন জানান, শিশুটির মৃত্যু কিভাবে হয়েছে সেটি এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুর লাশ

৬ ডিসেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ