Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শহীদ আনোয়ার গার্লস কলেজে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজ, ঢাকা সেনানিবাসে বিজ্ঞান ক্লাব কর্তৃক ২ দিন ব্যাপি ২৬-২৮ অক্টোবর বিজ্ঞান উৎসব-২০১৭ আয়োজন করা হয়। এই উৎসবের সমাপনী দিবসে গতকাল শিক্ষাবিদ প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্ষুদে গবেষকদের বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষনে ড. জাফর ইকবাল বলেন, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ও সম্ভাবনায় বস্তু হচ্ছে মানুষের মস্তিস্ক। আর বাংলাদেশের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা হচ্ছে প্রায় ৫ কোটি। তোমরা যদি সবাই মেধার যথাযথ চর্চা করো তা হলে পৃথিবীতে কেউ আমাদের আটকাতে পারবেনা। ঢাকা মহানগরীর সেরা ৩১ টি স্কুল ও কলেজের প্রায় ১২০০ জন শিক্ষার্থী বিজ্ঞান উৎসবে অংশগ্রহন করে। উল্লেখ্য, ২৭ অক্টোবর ১ম সেশনে কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আলমগীর হোসেন কমান্ড্যান্ট, আর্মি এভিয়েশন স্কুল, ঢাকা সেনানিবাস উক্ত বিজ্ঞান উৎসবের উদ্ভোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ