Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

’২৬ সাল পর্যন্ত ভারত শাসন করবেন মোদি

নস্ট্রাডমাসের কথিত ভবিষ্যদ্বাণী সম্পর্কে এক প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে ভারতের মিডিয়া ও রাজনৈতিক মহলে তোলপাড়

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফরাসি জ্যোতিষী নস্ট্রাডমাস ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, বিজেপি নেতা নরেন্দ্র মোদি ২০১৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত ভারত শাসন করবেন। গত শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু এই উক্তি নিয়ে ভারতের মিডিয়া ও রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। কিরেন রিজিজু অরুণাচল প্রদেশ থেকে নির্বাচিত সংসদ সদস্য। তাকে বিজেপির উত্তর পূর্ব-ভারতের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব মনে করা হয়। ওই মন্ত্রী তার ফেসবুক অ্যাকাউন্টে মন্তব্য করেছেন যে, সাড়ে চারশ’ বছর আগেই ভবিষ্যদ্বাণী করা হয়েছিল এমন একজন ব্যক্তি ভারতের শাসনকর্তা হবেন যাকে জনগণ প্রথম দিকে ঘৃণা করবে কিন্তু তারপরে তারা এতটাই ভালোবাসবে যে, সেই নেতা তখন ভারতের দুঃখ-কষ্ট এবং তার গতিপথ বদলে দেবেন। ১৫৫৫ সালে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। কিরেন রিজেজু তার ফেসবুকে তার বক্তব্যের সমর্থনে একটি পরিসংখ্যানও তুলে ধরেছেন। এই পরিসংখ্যান তুলে ধরে কিরন প্রশ্ন রেখেছেন, এর সঙ্গ মোদির ভারত শাসনের কী সম্পর্ক?
তিনি নিজেই এর উত্তর দিয়েছেন। নস্ট্রাডমাস লিখেছিলেন, ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত একজন মধ্যবয়স্ক সুপারপাওয়ার শাসক ভারতে স্বর্ণযুগের সূচনা ঘটাবেন। এবং প্রথমে ভারত পরে তিনি বিশ্বকে শাসন করবেন। তার নেতৃত্বে ভারত কেবল গ্লোবাল মাস্টার বা বিশ্ব প্রভু হিসেবেই আবির্ভূত হবে না, বহু রাষ্ট্র ভারতের আশ্রয়ে আসবে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজেজু হিন্দুস্তান টাইমসকে বলেছেন, নস্ট্রাডমাসের অনূদিত বই পড়ে তিনি এই ভবিষ্যদ্বাণী সম্পর্কে জানতে পেরেছেন। অনেকেই বিশ্বাস করেন যে, ষোড়শ শতাব্দী থেকে নস্ট্রাডমাসের যেসব ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ লাভ করেছে তার মধ্যে রয়েছে ফরাসি বিপ্লব (১৭৮৯), জাপানে পারমাণবিক বিস্ফোরণ (১৯৪৫) এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ২০০১ সালে সংঘটিত টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা। জি নিউজ।



 

Show all comments
  • kamal ২০ মার্চ, ২০১৬, ১১:৪১ এএম says : 0
    Very good?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ’২৬ সাল পর্যন্ত ভারত শাসন করবেন মোদি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ