Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নর্থ সাউথের শিক্ষক মুবাশ্বার নিখোঁজ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৭, ৭:৪৮ পিএম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজারকে গত মঙ্গলবার বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বুধবার রাত পর্যন্ত মুবাশ্বার সম্পর্কে কোন তথ্য দিতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার পরে মঙ্গলবার রাতে খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোতাহার হোসেন। জিডি নম্বর ৪৭১। সিজারের বাবা মোতাহার হোসেন বলেন, দক্ষিণ বনশ্রীর বাসা থেকে গত মঙ্গলবার সকাল ৭টায় আমার ছেলে বের হয়। বিকাল ৩টায় তার মোবাইলে ফোন দেই। তখন সিজার ধরতে পারেনি। ঘণ্টা খানেক পর বিকাল ৪টার দিকে সে ফোন করে বলে, জাতিসংঘের একটি বৈঠকে যাচ্ছে। রাতে ফিরবে। রাত ৯টা বেজে যাওয়ার পর ছেলে বাসায় না ফিরলে ফোন দেই। তখন থেকেই তার মোবাইল বন্ধ পাই। মুবাশ্বার হাসান সিজারের চাচা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো মঞ্জুর হোসেন সাংবাদিকদের বলেন, গত ২৫ অক্টোবর কেউ একজন ছাত্র পরিচয় দিয়ে সিজারকে খুঁজতে বাসায় এসেছিল। সিজার তখন ছিলেন না। এরপর থেকেই সিজার নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন। পরে সিজার নিরাপত্তার জন্য বাসায় সিসি ক্যামেরাও স্থাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন সিজার। একসময় সাংবাদিকতাও করেছেন। পরে যুক্তরাজ্যে মাস্টার্স ও অস্ট্রেলিয়ায় পিএইচডি করেন তিনি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বেলাল আহমেদ বলেন, গতকাল বুধবার তিনি সমাজবিজ্ঞান অনুষদে খোঁজ নিয়ে জেনেছেন, গত মঙ্গলবার মুবাশ্বার হাসান বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং কাজ করেছেন। এরপর বিকেল থেকে তাঁর ফোন বন্ধ বলে তাঁর সহকর্মীরা জানিয়েছেন। তাঁর কী হয়েছে, এ বিষয়ে কেউ কিছু বলতে পারছে না। পুলিশের মতিঝিল বিভাগের এডিসি সাইফুর রহমান সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ রয়েছেন। পরিবারের করা জিডির বরাত দিয়ে তিনি জানান, বাসা থেকে বের হন ওই শিক্ষক। এরপর থেকে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ তাঁকে খুঁজে পাওয়ার চেষ্টা চালাচ্ছে। খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এখনো তার অবস্থান শনাক্ত করা যায়নি। জিডির তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার এসআই নরেন্দ্র কুমান রাতে দৈনিক ইনকিলাবকে বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। এখনও তাকে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। পরিবারসহ সন্দেহজনক সকলের সাথে কথা বলা হচ্ছে। একই সাথে প্রযুক্তির সহযোগিতা নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ