যশোরের পুলিশ সুপারকে ডিএমপিতে বদলি
যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, যশোরের
স্টাফ রিপোর্টার,কুষ্টিয়া থেকে : কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে মানিক (৩০) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টায় পোড়াদহ জিআরপি থানা পুলিশ নিহত সেনা সদস্য মানিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
স্থায়নীরা জানান, নতুন চাকরি পাওয়ার পর ট্রেনিং শেষ করে বৃহস্পতিবার রাতে যশোর থেকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে চড়ে বাড়ি ফিরছিলেন মানিক। ট্রেনটি মিরপুর স্টেশনে না থামায় চলন্ত ট্রেন থেকে নামতে গেলে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মিরপুর রেল স্টেশন মাস্টার মীর ইসরাফিল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।