Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রধান বিচারপতি এখনো রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেননি -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৭, ১২:৫৫ পিএম | আপডেট : ২:৩১ পিএম, ১১ নভেম্বর, ২০১৭

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এখন পর্যন্ত রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে পদত্যাগপত্র দেননি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান তিনি।
বিভিন্ন গণমাধ্যমে প্রধান বিচারপতির পদত্যাগের খবর প্রকাশের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র আসার আগে নিশ্চিত করে বলতে পারছি না, তিনি পদত্যাগ করেছেন কি-না? পদত্যাগপত্র পাঠাতে হলে রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। আমি যতোটুক জেনেছি, এখনো রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পৌঁছেনি। আর আকাশে চাঁদ উঠলে সবাই দেখবেন।
বিএনপির সমাবেশের কাদের বলেন, বিএনপির সমাবেশ শান্তিপূর্ণ হওয়া ও দলটির আচরণের ওপর সবকিছু নির্ভর করবে। বিএনপি যদি বিশৃঙ্খলা করে, উদ্ভূত পরিস্থিতিতে যা যা করণীয়, আইন-শৃঙ্খলা বাহিনী তা করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ