Inqilab Logo

ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২০, ৩০ শ্রাবণ ১৪২৭, ২৩ যিলহজ ১৪৪১ হিজরী
শিরোনাম

ভিকি জাহেদের মিউজিক্যাল ফিল্ম হাওয়াই মিঠাই

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ভিকি জাহিদ এবার নির্মাণ করলেন মিউজিক্যাল ফিল্ম হাওয়াই মিঠাই। সংগীতশিল্পী এহসান রাহীর গাওয়া গানটির মডেল হয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ ও পারশা ইভানা। গানটির কথা লিখেছেন মাহি ফ্লোরা। সুরও সঙ্গীতায়োজন করেছেন এহসান রাহী ও শুভ দাস। গত ১১ নভেম্বর সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হয়েছে। গানটির মডেল ইরফান সাজ্জাদ বলেন, ‘অসাধারণ একটি বৃষ্টির গান এটি। আর গল্পটিও মুগ্ধ হওয়ার মতো। কাজটি করে মানসিক প্রশান্তি পেয়েছি। এমন কাজ আরও করতে চাই।’ এহসান রাহী বলেন, ‘সবাই মিলে খুব যত্ম নিয়ে কাজটি করেছি। চেষ্টা করেছি একটি ভালো কাজ করার। কথা না বাড়িয়ে সবাইকে গানটি দেখা এবং শোনার বিনীত আহ্বান জানাই।’ নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘হাওয়াই মিঠাই’ একটি রোমান্টিক মিউজিক্যাল জার্নি। এই জার্নিতে আমরা দেখবো বৃষ্টি নিয়ে ইরফান-ইভানার প্রেম ও দাম্পত্য জীবনের সুন্দর মুহূর্তগুলো। প্রত্যেকটি জার্নির একটা গন্তব্য থাকে। তেমনি এই রোমান্টিক দম্পতির এই জার্নির গন্তব্য দর্শকদের জন্য একটি চমকপ্রদ উপলব্ধির জন্ম দিবে বলে আমার বিশ্বাস। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন