Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভিক্ষুক চিনিয়ে দিলে পুরস্কার দেবে হায়দরাবাদ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ভিক্ষুকদের চিহ্নিত করে দেয়ার বিনিময়ে পাঁচশ রুপি করে পুরস্কার ঘোষণার পরিকল্পনা করছে ভারতের হায়দরাদের সরকারি কর্মকর্তারা। ১৫ ডিসেম্বর থেকে ভিক্ষুকমুক্ত শহর গড়ার লক্ষ্যে এ ধরনের পরিকল্পনা করা হচ্ছে।

ইতোমধ্যেই হায়দ্রাবাদ পুলিশ কমিশনার সেখানে দুই মাসব্যাপী ভিক্ষাবৃত্তি বন্ধের ঘোষণা দিয়েছেন। ২০১৮ সালের ৭ জানুয়ারি পর্যন্ত সেখানে ভিক্ষাবৃত্তি বন্ধের নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
সমালোচকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের সফরকে ঘিরে এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। তবে সেই অভিযোগ নাকচ করে দিয়েছেন সরকারি কর্মকর্তারা।
গত সপ্তাহে দেখা গেছে শহরটির রাস্তা, বাস ও রেলওয়ে স্টেশন থেকে ভিক্ষুকদের পুলিশ ধরে নিয়ে গেছে। হায়দ্রাবাদ কেন্দ্রীয় কারাগারের পার্শ্ববর্তী একটি আশ্রয়কেন্দ্রে তাদের রাখা হয়েছে। সেই আশ্রয়কেন্দ্রের নাম দেয়া হয়েছে আনন্দ আশ্রম।
চলতি মাসের ২৮ ও ২৯ তারিখ আন্তর্জাতিক উদ্যোক্তা সামিটে অংশ নিতে হায়দ্রাবাদ সফরে আসবেন ডোনাল্ড ট্রাম্প। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ