Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শাহীন খান

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

তুমি আমার পুতুল সোনা

স্বাধীনতা, তুমি আমার পুতুল সোনা
তুমি আমার স্বপ্নে বোনা
তুমি আমার খেলার সাথী
তারায় ভরা সুখের রাতি।
তুমি আমার রূপকথা, গান
ছন্দমালা, জোয়ার, তুফান
দখিন হাওয়া, পাখির আওয়াজ
রংতুলি রং খুব কারুকাজ।
তুমি আমার গোলাপ চারা
এ মন আমার বাঁধন হারা
তুমি আমার পূর্ণিমা চাঁদ
সূর্য সকাল, স্বর্ণ নিখাদ।
তুমি আমার ফুলের বাগান
হৃদয়জুড়ে কবিতা বা গান
তুমি আমার পিতার আদেশ
তুমি প্রিয় গোটা স্বদেশ।
তুমি আমার আলসে দুপুর
রিনিঝিনি সোনার নূপুর
তুমি আমার মায়ের হাসি
জীবন দিয়ে ভালোবাসি।


মিলন সরকার
আমরাও মানুষ

আমাদেরকে ঘৃণার চোখে দেখে যারা
বলে যারা টোকাই
কে বলে মানুষ তাদের
আসলে তারা বোকা-ই।
আমরাও মানুষ হয়তো গরিব
নেই পেটে ভাত
হয়তো করি ময়লা কাজ
তবু কারো কাছে পাতি না হাত।
কাজ করে খাই লজ্জা কিসের
লজ্জা হোক তাদের
যারা অবজ্ঞা, ঘৃণা করে
টোকাই বলে আমাদের।


সুজন জাহাঙ্গীর
ইচ্ছে করে

ইচ্ছে করে পাখি হবো ভাসবো নীলে খুব
বৃষ্টি হবো হাওয়ার সাথে টাপুর টুপুর টুপ
ঘাসের ডগায় ফড়িং হবো
ফুলে প্রজাপতি হবো
পাখির ভেজা পালক হবো ঝাপুর ঝুপুর ঝুপ

ইচ্ছে করে ঝিঁঝিঁ হবো রাত্রে অনিশ্চুপ
শষ্য শ্যামল সবুজ হবো শান্ত নিবিড় চুপ
পাহাড় বন ও ঝরণা হবো
নদী নিরবধি হবো
কচিপাতার মতো হবো খুব অপরূপ খুব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাহীন খান

২১ মার্চ, ২০১৬
আরও পড়ুন