Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জম্মু ও কাশ্মীরে থমথমে পরিস্থিতি

স্কুল-কলেজ বন্ধ, শ্রীনগরের ৮টি পুলিশ স্টেশনে সতর্কতা জারি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জম্মু ও কাশ্মীরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শ্রীনগরের ৮টি পুলিশ স্টেশনে জারি করা হয়েছে সতর্কতা। বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে ভারতীয় সেনা। বন্ধ করে দেয়া হয়েছে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। গত শুক্রবার ভারতীয় বাহিনীর সঙ্গে গোলাগুলিতে এক গেরিলা নিহত হওয়ার পরই শ্রীনগরে বাড়তি সতর্কতা জারি করা হয়। জানা গেছে, পরিমপোরা, রাইনাওয়ার, সাফা কাদাল, খনয়ার এবং এমআর গুঞ্জের মতো কিছু জায়গায় এই সতর্কতা জারি করা হয়েছে। খবরে বলা হয়, গত শুক্রবার শ্রীনগরের বাইরে ভারতীয় বাহিনীর সঙ্গে গুলিতে কথিত আল কায়েদার এক গেরিলা নিহত হয়। ধরা পড়ে অন্য একজন। গেরিলাদের সঙ্গে গুলি বিনিময়ে নিহত হন এক পুলিশ কর্মকর্তা। এ ঘটনার পরই ঐতিহাসিক জামিয়া মসজিদ বন্ধ করে দেয়া হয়। মাত্র তিন সপ্তাহ আগে জামিয়া মসজিদের দ্বার নামাজের জন্য খুলে দেয়া হয়েছিল। এদিকে শ্রীনগরের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শুধু রেলের পরীক্ষা নির্ধারিত সূচি মেনেই হবে। তবে রেল পরিসেবা বন্ধ রাখা হয়েছে। প্রসঙ্গত, এর আগে মুসলিম প্রধান জম্মু-কাশ্মীর উপত্যকায় মোতায়েনকৃত ভারতীয় নিরাপত্তা বাহিনীকে সহিংসতা সৃষ্টিকারীদের খতম করার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। ফলে সেখানে স্বাধীনতাকামীদের বিরুদ্ধে দমন অভিযান আরো তীব্র করা হবে বলে এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআই’কে জানিয়েছেন। কাশ্মীর পরিস্থিতি নিয়ে ১৫ নভেম্বর দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক থেকে ওই নির্দেশ দেয়া হয়। স¤প্রতি কাশ্মীর উপত্যকায় সহিংসতার হার বেড়ে গেছে এবং জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে হত্যা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারামন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। এনডিটিভি, কেএনজেড নিউজ, পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ