Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছেঁউড়িয়ায় লালন উৎসব শুরু কাল

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার ছেঁউড়িয়ার বাউল সম্রাট লালন সাঁইয়ের আখড়ায় আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাউল উৎসব ও গ্রামীণ মেলা।
এ আয়োজনকে ঘিরে ছেঁউড়িয়ায় মরা কালীগঙ্গা নদীর তীরের আখড়া বাড়িতে উৎসবের সব প্রস্তুতি শেষ হয়েছে। মরমি সাধক লালন সাঁইজির জীবদ্দশায় শিষ্যদের নিয়ে দোল পূর্ণিমায় ছেঁড়িয়ার কালীগঙ্গা নদীর তীরে সারা রাত তত্ত্ব কথা আলোচনা ও গান বাজনা করতেন। তার মৃত্যুর পরও ভক্ত-শিষ্যরা এ বিশেষ দিনটি পালন করে আসছেন।
এ উৎসবের সব প্রস্তুতি ইতোমধ্যেই শেষ করেছে লালন একাডেমী। এ ছাড়া এ উৎসবকে নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। একাডেমীর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সেলিম হক বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস, এ ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। এ জন্য পাঁচদিনের উৎসবকে ছোট করে তিনদিনের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ