Inqilab Logo

ঢাকা বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১, ০৭ মাঘ ১৪২৭, ০৭ জামাদিউস সানী ১৪৪২ হিজরী

ফুলপুরে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

| প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ৫ টি ইট ভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসারে মোট ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল বিন করিম। এতে সেবা ব্রিকস নামক প্রতিষ্ঠানকে লাইসেন্স না থাকা ও কাঠ পুড়িয়ে ইট প্রস্তুতের দায়ে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও ৪ টি ইট ভাটাকে বিভিন্ন অপরাধে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাকসহ সঙ্গীয় ফোর্স সাথে ছিলেন।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন