নাজিরহাটে উচ্ছেদ অভিযান রেল কর্তৃপক্ষের ত্রিশ লক্ষ টাকার জমি উদ্ধার
হাটহাজারীর নাজিরহাট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবারসহ দুই দিন ব্যাপী উচ্ছেদ অভিযানে ত্রিশ লক্ষ টাকার অবৈধ দখলে রাখা জমি উদ্ধার করা
বিশেষ সংবাদদাতা : রাজধানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে পৃথক সময়ে ঘটনা দু’টি ঘটে খিলক্ষেত ও বিমানবন্দর এলাকায়। ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঢাকা রেলওয়ে থানা এএসআই মো. রবিউল্লাহ জানান, খিলক্ষেত রেলগেটের দক্ষিণ পাশের রেললাইনে এক ব্যক্তি পায়ে হেঁটে রেললাইন অতিক্রম করার সময় চট্টগ্রামগামী সোনার বাংলা েেট্রনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অজ্ঞাতপরিচয় (৪০) ওই ব্যক্তির পরনে ছিলো জিন্সের শার্ট ও চেক লুঙ্গি। তিনি আরো জানান, বিমান বন্দর রেলস্টেশন ২ নং প্লাটফার্ম সংলগ্ন ৪ নং লাইনে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (২৫) আরেক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃত ব্যক্তির পরনে ছিলো সবুজ ও লাল রংয়ের ফুল হাতা শার্ট এবং চেক লুঙ্গি। নিহতদের লাশ পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।