Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

নতুনরূপে জিপি মিউজিকের উদ্বোধন করল গ্রামীণফোন

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দেশের সঙ্গীতাঙ্গনের সব তারকা শিল্পীর উপস্থিতিতে গত রবিবার জিপি হাউজে নতুনরূপে জিপি মিউজিকের উদ্বোধন করল গ্রামীণফোন। গান শোনার ক্ষেত্রে জিপি মিউজিকে রয়েছে গানের সর্ববৃহৎ ডিজিটাল সংগ্রহ যা সঙ্গীতপ্রেমীদের সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দেবে। জিপি মিউজিকের মাধ্যমে অনলাইন ও অফলাইনে স্ট্রিমিং করে গান শুনতে পারবেন সঙ্গীতপ্রেমীরা। হাতের নাগালেই পেয়ে যাবেন পছন্দের সব গান। সম্প্রতি মুক্তি পাওয়া আন্তর্জাতিক গানের পাশাপাশি আমাদের নিজেদের দেশের গান শোনার ক্ষেত্রে জিপি মিউজিকের রয়েছে সবচেয়ে বড় সংগ্রহ। গ্রাহকরা সহস্রাধিক গানের সংযুক্ত প্লে লিস্টের পাশাপাশি নিজেদের পছন্দ অনুযায়ী প্লে­লিস্ট তৈরি করে নিতে পারবেন। গ্রামীণফোন গ্রাহকরা প্রথম ৩০ দিন বিনামূল্যে জিপি মিউজিক উপভোগ করতে পারবেন ও পছন্দের গান শুনতে পারবেন। জিপি মিউজিক প্রখ্যাত শিল্পীসহ নতুন শিল্পীদের এক্সক্লুসিভ সব গান মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে। এতে আদিত, আর্বোভাইরাস, কণা, ন্যান্সি, ইমরান, তাহসান, শোয়েব, পূজা, তৌসিফ, আমিদ, মুন, প্রিতম, লুতফর, বাপ্পা মজুমদার, জয়, পারভেজ, আরফিন, ব্রিচ, সানি, জুবায়ের, রাফা, পড়শি, শিকড় বাংলাদেশ অলস্টারস, সুথসায়েরস, আর্টসেল ও মাইলসের জনপ্রিয় সব গান পাওয়া যাবে। ইতিমধ্যে জিপি মিউজিকে তাদের অ্যালবাম ও গান পাওয়া যাচ্ছে। এ ছাড়াও গ্রাহকরা ফ্রি ট্রায়াল অফারসহ জিপি মিউজিকের যে কোনো প্যাকেজ সাবস্ক্রাইব করলেই পাবেন বিনামূল্যে ২০ মেগাবাইট ফ্রি ইন্টারনেট। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস গ্রামীণফোনের গ্রাহকরা উচ্চমানস¤পন্ন ডিজিটাল সঙ্গীত পছন্দ করবেন। আমাদের এ বিশ্বাসের ফলই জিপি মিউজিক। এক বছর কঠোর পরিশ্রমের পর অবশেষে সব সঙ্গীতপ্রেমীর জন্য আমরা নিয়ে এসেছি একটি অসাধারণ প্লাটফর্ম জিপি মিউজিক। এ ছাড়াও জিপি মিউজিক নিয়ে এসেছে মিউজিকাস্টার যেখানে একদল প্লেলিস্ট ক্রিয়েটর শ্রোতাদের পছন্দের ভিত্তিতে প্লে-লিস্ট তৈরি করবেন। এ নিয়ে গ্রামীণফোন ডিজিটাল সার্ভিসের প্রধান মুনতাসির হোসেন বলেন, জিপি মিউজিকের মাধ্যমে প্রতি মুহূর্তে জীবনের শক্তিতে বেঁচে থাকার জন্য আমরা শ্রোতাদের উৎসাহিত করছি। এটাই বাংলাদেশি সঙ্গীতের ভবিষ্যৎ। গুগলের অ্যান্ড্রয়েড স্টোর এবং অ্যাপল স্টোরে পাওয়া যাবে জিপি মিউজিক। ওয়েবসাইট ভিজিট করতে গ্রাহকরা যেতে পারেন িি.িমঢ়সঁংরপ.পড়। জিপি মিউজিকের অফিসিয়াল ফেসবুক পেজ-এ জিপি মিউজিক নিয়ে সাম্প্রতিক সব খবর পাবেন তারা। গ্রামীণফোনের সম্মানিত গ্রাহকদের কাছে পছন্দের ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। গ্রাহকদের জন্য উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সেবা দেয়া ছাড়াও প্রতিষ্ঠানটি শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনে নতুন সব ডিজিটাল সেবা নিয়ে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুনরূপে জিপি মিউজিকের উদ্বোধন করল গ্রামীণফোন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ