Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি ২০১৯, ১১ মাঘ ১৪২৫, ১৭ জামাদিউল আউয়াল ১৪৪০ হিজরী

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৫১৪ অভিবাসী কর্মী আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ দেশটির সীমান্ত প্রদেশ জহুর বারুতে বাংলাদেশিসহ ৫১৪ জনকে আটক করেছে । এ সময় জহুর বারু টেবরাও আইভি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এবং কটা টিংগি ও জহুর বারু এলাকায় অভিযান পরিচালনা করে ওই দেশের পুলিশ। শনিবার স্থানীয় সময় রাত ১২টায় শুরু হওয়া অভিযান শেষ হয় ভোর ৪টায়। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, আটকদের ৫১৪ জনের ২৪ জন মহিলা রয়েছে। এ বিষয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান দাতুকে সেরি মুস্তাফার আলী বলেন, ১৩৯৯ জন বিদেশি শ্রমিকের কাগজ চেক করে অবৈধ ৫১৪ জনকে আটক করা হয়।
আটকদের মধ্যে ৫১১ জন শ্রমিক এবং ৩ জন মালিক রয়েছে। এছাড়া ৪৮৭ জন পুরুষ এবং ২৪ জন নারীও রয়েছে। আটকরা বাংলাদেশি, নেপালি, মিয়ানমার, চীনা, থাইল্যান্ড, ইন্ডিয়ান নাগরিক। তবে বাংলাদেশি কতজন রয়েছে সেটা রির্পোট লেখা পর্যন্ত জানা যায়নি।
মুস্তাফার আলী সাংবাদিকদের বলেন, ১১৫ জন ইমিগ্রেশন অফিসার এ সাঁড়াশি অভিযানে অংশ নেয়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

এ সংক্রান্ত আরও খবর
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ