ব্যবসাবান্ধব নীতিতে রাজস্ব আদায় শক্তিশালী হবে- অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এনবিআরকে ব্যবসায়ীদের চাহিদা পূরণ করতে হবে। ব্যবসায়ীদের চাহিদা
ওআইসির বৈঠকে যোগদানের উদ্দেশে আগামী ১৩ ডিসেম্বর ইস্তানবুল যাচ্ছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণার প্রতিবাদে ওআইসি ওই জরুরি সভা ডাকে।
রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহীদুল হকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।