Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বুদ্ধিজীবী কবরস্থানে খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১১:০৪ পিএম, ১৪ ডিসেম্বর, ২০১৭

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে দলের নেতা-কর্মীদের নিয়ে স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণের পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন উপস্থিত ছিলেন। এছাড়া অঙ্গসংগঠনের সাইফুল ইসলাম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, মুন্সি বজলুল বাসিত আনজু, আহসানউল্লাহ হাসান, রাজীব আহসান, আসাদুজ্জামান আসাদসহ কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের প্রশ্নে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একাত্তর সালে যে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি, স্বপ্ন দেখেছি, সেই গণতন্ত্র আজ অনুপস্থিত। এক অবরুদ্ধ অবস্থায় আমরা বাস করছি। গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তার দল সংগ্রাম করছে জানিয়ে তিনি বলেন, আমরা লড়াই করছি, এই লড়াইয়ে আমরা বিজয়ী হবই। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিএনপি মহাসচিব বলেন, এই দিনে পাকিস্তানিরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের মেধাবী সন্তানদের হত্যা করেছে। তাদের এই আত্মত্যাগ কখনো পূরণ হওয়ার নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়ার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ