জিনিসপত্রের দাম বাড়ার কারণে কেউ মারা যায়নি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশকে গোলামি থেকে মুক্ত করে উন্নয়নশীল দেশে পরিণত করেছে আওয়ামী
মোঃ আনিস উর রহমান স্বপন, ধামরাই (ঢাকা) থেকে : বাঙ্গালী জাতির জীবনে এক গৌরবোজ্জ¦ল দিন ১৬ ডিসেম্বর-মহান বিজয় দিবস। এ দিবসকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনে ধামরাই পৌরসভা বিজয় র্যালিসহ নানা কর্মসূচী গ্রহণ করেছে। পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি গোলাম কবির মোল্লা ইতোমধ্যে নানা রংঙের আলোকসজ্জায় সাজিয়েছেন পৌরভবনসহ আশপাশ এলাকা। পৌরভবনের প্রধান ফটকে নানা রংঙের আলপনাও করা হয়েছে। জাতীয় পতাকাসহ নানা রকমের কাপড় দিয়ে সাজানো হয়েছে পৌর এলাকায় প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান। আজ রয়েছে নানা কর্মসূচী। সকাল ৬ টায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন। ৬টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন। বিজয় র্যালিতে শত মহিলার পড়নে থাকবে লাল সবুজ শাড়ী ও ১১শ’ পুরুষের গায়ে থাকছে লাশ সবুজ টি-শার্ট ও জাতীয় পতাকা। বাংলার ঐতিহ্য ঘোড়ার গাড়ী, ৪০টি পিকআপ ভ্যান, ২-৩শ’ মোটর সাইকেল ও সাইকেলিং এসোসিয়েশনের ৪০টি বাইসাইকেল থাকছে র্যালিতে। এ ব্যাপারে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি গোলাম কবির মোল্লা বলেন, বাঙ্গালী জাতির বিজয়ের দিনে পৌরবাসীকে সাথে নিয়ে এ কর্মসূচী পালনের উদ্যোগ নিয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।