Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিজয় দিবসে ফাগুন অডিও ভিশনের বিশেষ অনুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এবারও নির্মান করেছে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’। অনুষ্ঠানটি আজ রাত ৮টায় এটিএন বাংলায় প্রচার হবে। উপস্থাপনা করেছেন অভিনেত্রী তারিন। ভিন্ন আঙ্গিকের অনুষ্ঠানটিতে দেশাত্মবোধক গান গেয়েছেন দেশের শীর্ষস্থানীয় ৩ জন সঙ্গীত শিল্পী। তারা হলেন-ফাহমিদা নবী, রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। দেশকে নিয়ে শিল্পীরা তাদের পছন্দের ও ভাললাগা গান পরিবেশন করেছেন এই অনুষ্ঠানে। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন মনোরম লোকেশানে গানগুলি’র নান্দনিক চিত্রায়ন করা হয়। এছাড়াও মানিকগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাসের বৃহত্তম লড়াই ‘গোলাইডাঙ্গার যুদ্ধের’ অন্যতম নায়ক কিংবদন্তীতুল্য মুক্তিযোদ্ধা টাইগার লোকমানের উপর রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। যিনি তার নিজের শোবার ঘরটিকে বানিয়েছেন ‘মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রহ কেন্দ্র’ এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে তিনি ছুটে চলছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। আর একজন বীর মুক্তিযোদ্ধা ময়মনসিংহের মোঃ শহীদ। যুদ্ধের সময় পাকিস্তানী বাহিনীর বাংকারে পুঁতে রাখা একটি বাঁশের কঞ্চি বুকে বিঁধে যাওয়ায় এখনও বুকে প্রচন্ড ব্যাথা নিয়ে কৃষিকাজ করেন। শ্রমিক নেয়ার পয়সা নেই, তাই মাটি কাটা থেকে শুরু করে বীজ বপন, পরিচর্যা, ফসল তোলা সবই করেন নিজ হাতে। এছাড়াও অনুষ্ঠানে তারা মুক্তিযুদ্ধের সময় তাদের বিভিন্ন স্মৃতির কথা, সুখ দুঃখের কথা বলেছেন। অনুষ্ঠানটি নির্দেশনা দিয়েছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজয়

১৮ ডিসেম্বর, ২০২২
১৭ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ