Inqilab Logo

ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০, ১২ অগ্রহায়ণ ১৪২৭, ১১ রবিউস সানি ১৪৪২ হিজরী
শিরোনাম

কাশ্মীরে ভারতীয় সেনার গুলিতে গাড়ি চালক নিহত

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অধিকৃত জম্মু-কাশ্মীরে জঙ্গি সন্দেহে এক গাড়ি চালককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী। গতকাল রবিবার সকালে কূপওয়াড়ার ক্রালপোরা এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় বাহিনীর দাবি, জঙ্গি অনুপ্রবেশের খবর পেয়ে তা রুখতে জম্মু-কাশ্মীরের কূপওয়াড়াতে সেনা জওয়ানরা গুলি ছুঁড়তে শুরু করে, এসময় এক সুমো চালক নিহত হয়। নিহত গাড়ি চালকের পরিবার জানায়, সুমো ড্রাইভার আসিফ ইকবাল এক রোগীকে হাসপাতালে পৌঁছে দিতে নিজের বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পরই সেনার গুলিতে সে মারা যায়। পুলিশ সূত্রে জানা যায়, কূপওয়াড়ার ক্রালপোরা এলাকায় কথিত জঙ্গিদের উপস্থিতির বিষয়ে সেনাবাহিনীর কাছে খবর এসেছিল। তাই কোনোরকম ঝুঁকি না নিয়ে সেখানে তল্লাশিতে নেমে পড়েছিলেন সেনা জওয়ানরা। এনডিটিভি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ