Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইভটিজিংয়ে বাধা দেয়ায় ভাইকে কুপিয়ে জখম

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামে বোনের ইভটিজিংয়ে বাধা দেওয়ায় ভাই ওয়াহিদ মাতুব্বর(৩৫)কে কুপিয়ে ও উপর্যুপরি পিটিয়ে জখম করেছে একই গ্রামের জনৈক বখাটে টুটুল শিকদার(২৫)। মারাত্মক আহত ওয়াহিদ মাতুব্বরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার থানায় মামলা দায়ের করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ওয়াহিদ মাতুব্বরের স্কুল পড়–য়া বোনকে বিভিন্ন সময়ে একই গ্রামের চুন্নু শিকদারের ছেলে টুটুল শিকদার প্রায়ই উত্তক্ত করে আসছিল। বাধ্য হয়ে সম্প্রতি তাকে বিবাহ দেওয়া হয়। কিন্ত টুটুল শিকদার মেয়েটির শ্বশুর বাড়ীতে গিয়েও বিভিন্ন ধরনের কুৎসা রটনাসহ নানাভাবে হয়রানী করে আসছিল। অতিসম্প্রতি টুটুলের অপতৎরতায় স্বামীর বাড়ী থেকেও মেয়েটি বিতাড়িত হয়। এক পর্যায়ে এলাকার লোকজন শালিশ বৈঠক করে। কিন্ত তাতেও কোন লাভ হয়নি। বোনকে বার বার উত্তক্ত করার কারণে ওয়াহিদ মাতুব্বর টুটুলকে শাসায়। ওয়াহিদ মাতুব্বর প্রতিবাদ করলে টুটুল তার উপর চরমভাবে ক্ষিপ্ত হয়ে উঠে। সুযোগ বুঝে রোববার সকালে টুটুলসহ সঙ্গীয় এলাকার একটি চায়ের দোকানের সামনে তাকে একা পেয়ে ধারাল অস্ত্র নিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। মারাত্মক আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্বার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ওই দিনই থানায় মামলা হয়েছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওয়াহিদ মাতুব্বর জানান,আমার বোনকে দীর্ঘদিন যাবৎ টুটুল নানাভাবে উত্তক্ত করে আসছিল। এলাকার লোকজনসহ তার অভিবাবকদেরকে বিষয়টি জানানো সত্তে¦ও তারা কোন কর্নপাত করেনি। বোনের উত্তক্তের প্রতিবাদ করার কারণেই আমার উপর হামলা চালিয়েছে। বরং উল্টো তারাই আমাকেসহ পরিবারের লোকদের নামে মিথ্যা মামলা দায়েরের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ