দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র-চক্রান্ত চলছে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান বলেছেন, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। এজন্য
স্টাফ রিপোর্টার নরসিংদী থেকে: ইসলামী আন্দোলন, নরসিংদীর নেতৃবৃন্দ বলেছেন, মুসলমানরা জান দিবে মাল দিবে কিন্তু জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার সিদ্ধান্ত মেনে নিবে না। নব্য ফেরাউন ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে মুসলমানরা রক্ত দিয়ে প্রতিহত করবে। মানুষ ও মানবতার শত্রæ ইহুদিরা যেমন মদিনা থেকে উৎখাত হয়েছিল তেমনিভাবে তারা জেরুজালেম থেকেও উৎখাত হবে। জেরুজালেম মুসলমানদের পবিত্র ভূমি। এখানে ইহুদিদের থাকার কোন অধিকার নেই। পীর সাহেব চরমোনাই যদি হুকুম দেন তবে ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মী জেরুজালেম মুক্ত করার জন্য নিজেদের জানমাল উৎসর্গ করে দিবে। বক্তাগণ গতকাল সোমবার বিকেলে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে বিক্ষোভোত্তর সমাবেশে বক্তৃতা কালে এসব কথা বলেন। পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী গতকাল সোমবার বিকেলে ইসলামী আন্দোলনের নেতা কর্মী ও সমর্থকরা নরসিংদী পৌরসভা চত্তরে সমবেত হয়। সেখান থেকে বিক্ষোভে সংগঠিত হয়ে শহরের বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ শেষে নরসিংদী রেলষ্টেশন চত্তরে গিয়ে এক সমাবেশে নিয়োজিত হয়। সেখানে বক্তৃতা করেন, ইসলামী আন্দোলন নরসিংদীর সভাপতি মাওলানা আ: বারী, সেক্রেটারী আশ্রাফ উদ্দিন ভূঁইয়া, মুফতি কাওসার আহাম্মেদ, মাষ্টার বজলুল হক, আরিফ বিন মেহের উদ্দিন, ডা: ইদ্রীছ আলী, মুফতি কুতুব উদ্দিন, আ: ওয়াহেদ মিয়া, মাওলানা আলমগীর হোসাইন ভূঁইয়া, এইচএম জয়নুল আবেদীন ভূঁইয়া, শেখ আমিনুল ইসলাম ও জাকারিয়া আল হোসাইন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।