আগামী শুক্রবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দেশব্যাপী বিক্ষোভ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি,দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, অস্বভাবিক লোডশেডিংএর প্রতিবাদে এবং গ্রেফতারকৃত আলেম উলামাদের মুক্তির দাবিতে আগামী
বিশেষ সংবাদদাতা : রাজধানীর তেজগাঁওয়ে খ্রিষ্টান বৃদ্ধা মিলু গোমেজকে গলাকেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন-জয়নাল, পারভেজ ও নাইম। এদের মধ্যে মূল পরিকল্পনাকারী জয়নালকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। জয়নাল ওই বাড়ির সাবেক কেয়ারটেকার। অর্থ ও স্বর্ণালঙ্কারের লোভে গত শুক্রবার সকালে ৩৮ আরজত পাড়ার বাড়িতে ঢুকে মিলু গোমেজকে গলাকেটে হত্যা করে। এ তথ্য পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার নিশ্চিত করেছেন। অন্যদিকে লাশের ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকারীদের সাথে ধস্তাধস্তি করেছিলেন মিলু। নিহতের স্বামী হিউবার্ড অনিল গোমেজ (৭৮) আমেরিকান দূতাবাসের স্টোর শাখার সাবেক স্টোর ম্যানেজার ছিলেন। নিহতের চার ছেলের মধ্যে ৩ জন কানাডা ও ১ জন আমেরিকা প্রবাসী। ওই ফ্ল্যাটে তারা স্বামী-স্ত্রী থাকতেন। নিহত মিলু গোমেজের লাশের ময়নাতদন্ত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ। তিনি সাংবাদিকদের বলেন, তাঁকে জবাই করে হত্যা করা হয়েছে। হাতে কিছু দাগ রয়েছে। যেগুলো ধস্তাধস্তির ইঙ্গিত বহন করে। যে করেছে সে শক্তিশালী। গলার কাটাটি সোজা ছিল। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।