Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৩৫ ভাগে: সিএনএন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৭, ১১:৪১ এএম

মার্কিন সিনেটে অবশেষে কর বিল পাস হয়েছে। গতকাল বুধবার সকালে বিলটি সিনেটে উঠলে তা ৫১-৫৮ ভোটে পাস হয়। বিলটি পাসের প্রতিবাদ করে আসছিলেন মধ্যবিত্তরা। কারণ এতে কর্পোরেট প্রতিষ্ঠানের কর ৩৫ ভাগ থেকে ২১ ভাগ করা হয়েছে।
ব্যক্তিগত কর ৩৭ ভাগ থেকে বাড়িয়ে ৩৯ দশমিক ৬ ভাগ করার প্রস্তাব করা হয়েছে। রিপাবলিকানরা বলছেন, এর ফলে দেশে ব্যবসার প্রসার ঘটবে এবং বিনিয়োগ বাড়বে। এর আগের দিন মঙ্গলবার কংগ্রেসের প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়।
বুধবার আবার প্রতিনিধি পরিষদে বিলটি যাবে। এখানেও বিলটি পাস হবে বলে ধারণা করা হচ্ছে। এরপর প্রেসিডেন্ট অনুমোদন দিলে তা আইনে পরিণত হবে। গত ৩০ বছরে এই প্রথম এ ধরনের কর বিল পাস হলো যা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি সফলতা বলে ধরে নেওয়া হচ্ছে।
ডেমোক্র্যাটরা বলছেন, এর ফলে ধনীরা সুবিধা পাবেন এবং মধ্যবিত্তদের ওপর করের বোঝা চাপবে। এদিকে সিএনএন এক জরিপে জানিয়েছে, ট্রাম্পের জনপ্রিয়তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩৫ ভাগে। গত মার্চে তার জনপ্রিয়তা ছিল ৪৫ ভাগ। গত ১৪ থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে ১,০০১ জনের ওপর সিএনএন জরিপ পরিচালনা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিএনএন

১৫ জুলাই, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ