Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ব্যর্থ : রাশিয়া

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে পাশ্চাত্যের আরোপিত নিষেধাজ্ঞাকে ‘অকার্যকর’ হিসেবে উল্লেখ করে রাশিয়া বলেছে, নিষেধাজ্ঞা আরোপের দিন শেষ হয়ে গেছে এবং এ ধরনের পদক্ষেপ নিয়ে পিয়ংইয়ংকে আলোচনার টেবিলে আনা সম্ভব নয়। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী গেনাদি গাতিলভ গত বুধবার মস্কোয় এক বক্তৃতায় একথা বলেন। তিনি বলেন, নিষেধাজ্ঞা আরোপের মতো উস্কানিমূলক পদক্ষেপ নিয়ে উত্তর কোরিয়াকে আরো বেশি ক্ষুব্ধ করে তোলা হচ্ছে। কোরীয় উপদ্বীপে সামরিক মহড়া চালানো থেকে বিরত থাকার জন্য দক্ষিণ কোরিয়া আমেরিকাকে যে প্রস্তাব দিয়েছে তাকে স্বাগত জানান গাতিলভ। আরটি, তাস।

 



 

Show all comments
  • MIJAN ২২ ডিসেম্বর, ২০১৭, ৭:০৩ পিএম says : 0
    THANK YOU
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ