Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

তরিক্বত জীবন শুরু করে ইসলামের কল্যাণে কাজ করলে আখেরাতে মুক্তি সহজ হবে

রাউজানের হলদিয়ায় তাজেদারে মদিনা সুন্নি কনফারেন্সে আল্লামা তাহের শাহ (মা.জি.আ)

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাউজান (চট্টগ্রাম) থেকে এম বেলাল উদ্দিন : আলামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ ছাহেব কেবলা (মা.জি.আ.) বলেছেন, আমাদের দেহ এবং প্রাণ খুব অল্প সময়ের জন্য একত্রিত আছে। আর এই সংক্ষিপ্ত সময়টিই এবাদত বন্দেগীর একমাত্র সুযোগ। যা কবরে আর আখেরাতে আর ফিরে পাওয়া যাবেনা। এ জন্য নিজেদেরকে মন্দ থেকে রক্ষা করতে হবে। তিনি বলেন, তাওবার মাধ্যমে জীবনের সকল পাপ মোচন হয়ে যায় বটে, কিন্তু জালেম ও অপরের হক্ব ধ্বংসকারী, আত্মসাতকারী কোন পার পাবেনা। তাই তিনি নব দীক্ষিতদেরকে নির্দেশ দেন যেন, সংশিষ্ট ক্ষতিগ্রস্তদের কাছ থেকে ক্ষমা চেয়ে কিংবা হক্ব পরিশোধ করে এ ধরনের পাপিদের পাপ মোচন করে নতুনভাবে তরিক্বত জীবন শুরু করে দুনিয়া ও আখিরাতকে উজ্ঝল করে ইসলামের কল্যাণে কাজ করেন। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের রাউজানের হলদিয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে ফকিরটিলা ইউনিট ও উত্তররর্সতা গাউসিয়া কমিটির সহযোগীতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্থানীয় ফকিরটিলাস্থ বাজারের পার্শ্বস্থ মাঠে আয়োজিত তাজেদারে মদিনা সুন্নি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য তিনি এ নসিহত করেন। সংগঠনের হলদিয়া ইউনিয়ন শাখার সভাপতি এসএম শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন আলামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মা.জি.আ.) ও আলামা সৈয়্যদ হামেদ শাহ (মা.জি.আ.), রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এহসানুল হায়দার চেšধুরী বাবুল, আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার সহ সভাপতি আলহাজ্ব মুহ্ম্মাদ মহসিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফাইনেন্স সেক্রেটারী আলহাজ্ব সিরাজুল হক, এডিশনাল সেক্রেটারী শামুসদ্দিন, ঢাকা আনজুমানের সাধারণ সম্পাদক সিরাজুল হক, তৈয়বীয়া তাহেরীয়া মিনা আকবর মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ ফরিদুল আলম, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ চেয়ারম্যান আলহাজ পেয়ার মুহাম্মদ কমিশনার, সংযুক্ত আরব আমিরাত গাউছিয়া কমিটির সেক্রেটারী আলহাজ্ব জানে আলম, আলহাজ হাবিবুর রহমান । উপজেলা (দক্ষিণ) গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন হোসাইন হায়দরী ও হলদিয়া শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন, জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়ার শায়খুল হাদিস মুফতি ওবাইদুল হক নঈমী। তিনি বলেন, নবী করিম (সা.) কে আল্লাহ সবকিছুর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। আর সেই রহমত নবী করিম (সা.) দান করেছেন আওলিয়াদেরকে। আল্লাহর এই রহমত রাসুলে বংশধরদের মাধ্যেমে আমাদের উপর পাঠাচ্ছেন। আওলাদে রাসুল (সা.) কে যারা নেক নজর দেখবে তাদের জন্য আখেরীতে মুক্তি সহজ হবে। বক্তব্য রাখেন গাউসিয়া কিমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, তিনি বলেন, বাংলাদেশের মানুষের মাঝে প্রতিনিয়ত ইমানী আলো ছড়াচ্ছেন শাহিনশাহে ছিরিকোট দরবারের আওলাদে রাসুলগণ। আওলাদে রাসুলের র্মযাদা এত বেশী যে, যা কারও সাথে তুলনা দেয়া যায়না। তরিক্বতে আসার উদ্দেশ্য হচ্ছে নবী করিম (সা.) র্পযন্ত পৌছা। আর সেই তরিকতে খেদমত ঠিক ভাবে করলে অলি হয়ে কবরে যাওয়া যাবে। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, আনজুমানে রির্চাস সেন্টারের পরিচালক আল্লামা এম এ মান্নান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুহাদ্দিস আল্লামা মুফতি বখতিয়ার উদ্দিন, দাওয়াতে খাইরের প্রধান মুয়াল্লিম মাওলানা মোজাম্মেল হক, হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ আহসান হাবিব চেšধুরী হাসান, রাউজান পৌর কাউন্সিলর বশির উদ্দিনর খান প্রমুখ।
উল্লেখ্য বাদে আসর হাজার হাজার র্পদানসীন মহিলা হলদিয়া ইউনিয়নের উল্টর সর্তা খানকাহ প্রাঙ্গণে পৃথক প্যান্ডেলে অবস্থান নিয়ে হুজুরের নসিহত শুনে তার হাতে বায়াত গ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ