Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

শ্বাসরোধ করে যুবতী হত্যা : পাবনায় ৩ মাসেও পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : তিন মাস অতিবাহিত হলেও অজ্ঞাত যুবতীর পরিচয় নিশ্চিত এবং হত্যার মোটিভ উদঘাটন করতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে, যত শীূঘ্রই হত্যার মোটিভ ও নিহত যুবতীর পরিচয় নিশ্চিত করতে পারবে। পাবনার থানার এজাহার সুত্রে জানা যায়, বিগত ২১ সেপ্টেম্বর/১৭ ভোরে পাবনা- ঢাকা মহাসড়কের জালালপুর ক্যাডেট কলেজের সামনে মহা সড়কের পার্শ্বে এক অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করে পাবনা সদর থানা পুলিশ। সেই সময় পুলিশের প্রাথমিক ধারণা ছিল ওই যুবতী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। যুবতীর লাশ উদ্ধার করে পাবনা ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন পাঠানো হয়। উদ্ধারকৃত লাশের পরিচয় না পাওয়ায় হওয়ায় এবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত না হওয়ার কারণে থানায় এ সংক্রান্ত একটি সাধারন ডায়েরী লিপিবদ্ধ কওে পুলিশ। যুবতীর পরিচয় না পাওয়ায় লাশটি দাফনের জন্য জেলা ,ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পাবনা আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ ২মাস পর ময়না তদন্তে রিপোর্টে পুলিশ নিশ্চিত হয় অজ্ঞাত ওই যুবতীকে কে বা কারা শ্বাসরোধ কওে হত্যা করে লাশ জালালপুর ক্যাডেট কলেজের সামনে মহা সড়কের পাশে ফেলে রেখে যায়। পোষ্ট মের্টেম রিপোর্ট পাওয়ার পর পাবনা সদর থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।( যার নং-৪০, তাং-১৫-১২-১৭)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সালাম ইনকিলাবের এই প্রতিনিধিকে জানান, যুবতীর পরিচয় না পাওয়ায় এখনও তারা হত্যার মোটিভ উদঘাটন করতে পারেননি। দাবি করেছেন, যুবতীর পরিচয় পাওয়া গেলে এ হত্যাকান্ডের মোটিভ এবং হত্যার সাথে জড়িতদের পুলিশ খুব দ্রæত গ্রেফতার করতে সক্ষম হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ