Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

দলিত বিক্ষোভে উত্তাল মুম্বাই ছড়িয়ে পড়েছে অন্য অঞ্চলে

প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১২:১৫ এএম, ৪ জানুয়ারি, ২০১৮

ইনকিলাব ডেস্ক : ভারতীয় সমাজে অপেক্ষাকৃত অনগ্রসর দলিত স¤প্রদায় বিভিন্ন দাবিতে গতকাল বুধবার মুম্বাইসহ মহারাষ্ট্র রাজ্যজুড়ে এবং আরো কিছু অঞ্চলে বিক্ষোভ করছে। মহারাষ্ট্রে এদিন ধর্মঘট ডেকে তা সফল করতে রাস্তায় নেমে আসে দলিত স¤প্রদায়ের হাজার হাজার মানুষ। পুনে ও থানেতেও বিক্ষোভ চলছে। দলিতরা বিক্ষোভ শুরু করে সোমবার থেকে। ওই দিন ভিম কোরগাঁওয়ে দলিতদের কর্মসূচিতে হামলায় এক জনের মৃত্যু হওয়ায় প্রতিবাদ শুরু করে তারা। গত মঙ্গলবার বিক্ষোভে উত্তাল ছিল পুনে। মুম্বাইয়ের রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। গোটা মুম্বাইয়ে বিক্ষোভের ঢেউ লেগেছে। অধিকাংশ রাস্তা বন্ধ করে দিয়ে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। বাস ও ট্রেন চলাচল বন্ধ করার চেষ্টা করছে তারা। বেশ কিছু এলাকায় বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৩৩টি বাস। বিক্ষোভকারীদের বাধার মুখে বেশির ভাগ ট্রেন সার্ভিস স্থগিত করা হয়েছে। ভারতের প্রখ্যাত রাজনীতিক ও দলিত নেতা ভীমরাও রামজি আম্বেদকারের নাতি প্রকাশ আম্বেদকার বুধবার মুম্বাইয়ে ধর্মঘট পালনের আহŸান জানান। তার আহŸানে সাড়া দিয়ে দলিত স¤প্রদায়ের মানুষ ভোর থেকে রাস্তায় অবস্থান নেয়। বিক্ষোভ দমনে মঙ্গলবার মহারাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ