Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মার্কিন হুমকিকে থোড়াই কেয়ার করি -নওয়াজ শরিফ

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইংরেজি নতুন বছরের শুরুতে পাকিস্তানকে ‘ঠগবাজ’ ও ‘সন্ত্রাসের স্বর্গরাজ্য’ বলে টুইট করার পর সাড়ে ২৫ কোটি ডলার সামরিক সহায়তা স্থগিত করার ঘোষণা দেয় মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের এই মারমুখী অবস্থানকে পাকিস্তানের জন্য হুমকি বলে অভিহিত করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
সউদী আরব সফর শেষে দেশে ফেরার একদিন পর গতকাল বুধবার নওয়াজ শরিফ রাজধানী ইসলামাবাদে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন ডাকেন। সেখানে নওয়াজ বলেন, ‘মার্কিন হুমকি ধমকিকে আমরা থোড়াই কেয়ার করি।’
ট্রাম্পের টুইটকে ‘গুরুত্বহীন’ এবং ‘দুঃখজনক’ বলে অভিহিত করে নওয়াজ শরিফ বলেন, ‘একটি বন্ধুরাষ্ট্র সম্বন্ধে বেফাঁস মন্তব্য করার আগে রাষ্ট্রপ্রধান হিসেবে ট্রাম্পের উচিত রাষ্ট্রটির সঙ্গে সম্পর্কের কথা মনে রাখা। সাহায্য বন্ধ করার কথা বলে আমাদের ঘাবড়ে দেওয়া যাবে না।
উল্লেখ্য, পানামা কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে নওয়াজ শরিফ কিছুদিন আগে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। নিজের ছোট ভাই শাহবাজ শরিফকে নিয়ে তিনি সউদী আরব সফরে গিয়ে রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্য ও সউদী সরকারের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন।
পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের দেয় সাড়ে ২৫ কোটি ডলার সামরিক সহায়তা বাতিল করা ও প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটে ‘ঠগবাজ’ ও ‘সন্ত্রাসের স্বর্গরাজ্য’ বলে অভিহিত করার পর দেশ দুটির মধ্যে শুরু হয়ে গেছে কথার লড়াই। সে লড়াইয়েই এবার নাম লেখালেন একাধিকবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী এই নেতা।
মার্কিন সাহায্য ছাড়াই পাকিস্তান দিব্যি চলতে পারবে -এমন অভিমত ব্যক্ত করে নওয়াজ শরিফ বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শহিদ খাকানকে পরামর্শ দেবো তিনি যেন একটি কার্যকর পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেন। যাতে ভবিষ্যতে আমাদের আর মার্কিন সাহায্যের দরকার না পড়ে। যাতে করে আমাদের দেশের ভাবমর্যাদার ওপর এহেন কায়দায় কেউ (যুক্তরাষ্ট) হামলে পড়তে না পারে।’
‘যুক্তরাষ্ট্রে সংঘটিত ৯/১১ হামলার পর থেকে পাকিস্তানের মতো এতো বেশি মূল্য আর কোনো দেশকে দিতে হয়নি। পাকিস্তানের মতো এতো বিপুল মানবিক ও অর্থনৈতিক ক্ষতির শিকারও আর কোনো দেশকে হতে হয়নি।’
‘যুক্তরাষ্ট্রের শুরু করা ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ (ওয়ার অন টেরর) চলছে আজ দীর্ঘ ১৭টি বছর ধরে। এই যুদ্ধে আমরা তাদের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকেছি। অথচ এই যুদ্ধটি কৌশলগতভাবে আমাদের কোনো যুদ্ধ ছিল না’।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে নওয়াজ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের একথা মনে রাখা উচিত, ২০১৩ সালে আমরা (পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ) ক্ষমতায় আসার পরপরই পাকিস্তানে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কার্যকর ও জোরালো পদক্ষেপ গ্রহণ করি।’’
নওয়াজ বলেন, “ওই সময়টায় আমরা অপারেশন জারব-ই-আজব’ নামের সাঁড়াশি অভিযান শুরু করি। তার ফলেই আজ বেশিরভাগ সন্ত্রাসীর কোমর ভেঙে গেছে। বাকি যারা টিকে আছে তারাও শেষ হবে।’’
সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফের সরকারের অনির্বাচিত সরকারের দিকে পরোক্ষ ইঙ্গত করে নওয়াজ শরিফ আরও বলেন, ‘একথাও (ট্রাম্পের) মনে রাখা উচিত, এটা কিন্তু ২০০১ সাল নয়। কোনো সামরিক স্বৈরাচার এখন দেশ চালাচ্ছে না। একটামাত্র টেলিফোন কল পেয়ে আমরা এখন আর ভয়ে কুঁকড়ে যাবো না।’’
প্রসঙ্গত, বিভিন্ন সূত্রে জানা যায়, সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডবি্লউ বুশ টেলিফোন করে বলেছিলেন, আমাদের সঙ্গে লড়াইয়ে যদি না থাকো তাহলে তোমরা আমাদের শত্রপক্ষের বলে বিবেচিত হবে। প্রয়োজনে পাকিস্তানের পরমাণু অস্ত্রভান্ডার কেড়ে নেবার হুমকিও দিয়েছিলেন বুশ। তাতেই ভড়কে যান পারভেজ মোশাররফ। সূত্র : ওয়েবসাইট।



 

Show all comments
  • কবির ৪ জানুয়ারি, ২০১৮, ১:১৩ এএম says : 0
    সাবাস এই না হলে প্রধানমন্ত্রী
    Total Reply(0) Reply
  • মিল্লাত ৪ জানুয়ারি, ২০১৮, ১:১৩ পিএম says : 1
    আমেরিকা কখনও কোন মুসলীম রাষ্ট্রের বন্ধু হতে পারে না।
    Total Reply(0) Reply
  • নাভিল ৪ জানুয়ারি, ২০১৮, ১:১৪ পিএম says : 0
    পাকিস্তানকে নিজেদের অবস্থান আরো শক্ত করতে হবে।
    Total Reply(0) Reply
  • রেজাউল করিম ৪ জানুয়ারি, ২০১৮, ১:১৫ পিএম says : 0
    অভ্যান্তরীণ সমস্যাগুলোর সমাধান করতে পারলে পাকিস্তান আরো অনেক এগিয়ে যেতো।
    Total Reply(0) Reply
  • Bellal Al Hossain ৪ জানুয়ারি, ২০১৮, ১:১৬ পিএম says : 0
    Thanks to Ex-president of Pakistan
    Total Reply(0) Reply
  • নিজাম ৪ জানুয়ারি, ২০১৮, ৪:১২ পিএম says : 0
    মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না।
    Total Reply(0) Reply
  • ফরিদুল ইসলাম ৪ জানুয়ারি, ২০১৮, ৯:০৮ পিএম says : 0
    সব মুসলিম ভাই ভাই সবাই কে এক হতে হবে ৷
    Total Reply(0) Reply
  • Ruhul Amin ৮ জানুয়ারি, ২০১৮, ৮:৪২ এএম says : 0
    USA Larges Terror State.dislike America,& dis like Trump.Go hell America & his Companion Israel.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নওয়াজ শরিফ

৪ ফেব্রুয়ারি, ২০১৯
১৬ সেপ্টেম্বর, ২০১৭

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ