Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৭, ২২ যিলহজ ১৪৪১ হিজরী

এ সপ্তাহের কবিতা

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 

সুবর্ণা অধিকারী
বিজয় মালা

জন্মভুমি জ্বলে পুড়ে রক্ত গঙ্গায় ভাসে
দশ মাস দশ দিনে নয় জন্মিল নয় মাসে

তিরিশ লক্ষ ভাই হারিয়ে মা বোন কত শত
ছোট্ট বিজয় অকুতো ভয় হয়নি আশা হত

গোলা বারুদ ট্যাঙ্ক বেয়নেট বুটের ভারি শব্দ
বর্বরতার হার মানে নি হয়নি বিজয় স্তব্দ

বুদ্ধি বিবেক হত্যা করে পশ্চিমা পশুর দল
কালো রাতে ক্ষত দেহে অটুট ছিল মনোবল

নর ঘাতক পরজীবি ঘুন পোকার যরে
লোভাতুর দুষ্ট চক্র পিতার জীবন হরে

বিজয় নামে এই ছেলেটি একাত্তরে জন্ম যার
এক বিংশ শতাব্দিতে পরিপূর্ণ সত্ত¡া তার।

ফারুক হোসেন
খেদে আশাতে

ইদানিং হায়াহীন কায়ার ভেতর বসবাস
দু-নয়নের অক্ষিগোলক ঘোরে ফিরে
কাকে খোঁজে?
অমাবশ্যার নিশিথ আর দগ্ধতা
বুকের গহীনে যে ছুঁড়ে মারে।

ইদানিং নির্লজ্জ সত্তায় আমার আমিত্ব
কর্ণকূহর কী করিস?
সচকিতে কোন শব্দবন্ধ শুনতে চাস?
প্রিয়তমেষুর রঙ্গরসের কবিতা ইথারে ভাসে
শ্রোতা সেথায় অন্য পুরুষ।

তবুও আঁখি মেলে
কর্ণ নাহি টলে
সুদূর আশায় ভোলে: যদিও বুকের ভেতর
দাউ দাউ জ্বলে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন