Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কবি মারুফুল ইসলামের কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: কবি মারুফুল ইসলাম স্বাতন্ত্র্যে সমুজ্জ্বল। তাঁর কবিতায় বাংলাদেশের প্রকৃতি, মানুষের প্রকাশ্য-অপ্রকাশ্য চিন্তাভাবনা, বোধ অনুভ‚তি, প্রেম-বিরহ, প্রতিদিনের ছবি, মানুষে মানুষে সম্পর্কÑএইসব বিষয় মূর্ত হয় ঠিকই, কিন্তু তিনি এইসব প্রকাশে নিজস্ব একটি পথ অনুসন্ধান করছেন, তাঁর একান্ত স্বাক্ষরটি কবিতায় বসিয়ে দিতে চাচ্ছেন, যা তাঁকে অন্য কবি থেকে আলাদা করবে নিঃসন্দেহে। ২০১৬ সালে যখন তাঁর কাব্যগ্রন্থ ‘সাঁইজি’ বের হয়, তখনই কবিতাপ্রেমিকরা উপলব্ধি করে যে, বাংলা কবিতায় তিনি একটি নতুন পথ খুঁজে পেয়েছেন। তাঁর সাস্প্রতিক কাব্যগ্রন্থ ‘নতুন করে পাব বলে’-তে ছন্দের সঙ্গে যুক্ত হয়েছে চলনের নিশ্চিতি, মেজাজের বলিষ্ঠ প্রকাশ। সাঁইজির পেছনে ছিলেন লালন, ‘নতুন করে পাব বলে’-এর পেছনে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই কাব্যগ্রন্থের কবিতাগুলির বিষয়বৈচিত্র্য ব্যাপক। বেশির ভাগ কবিতা লিরিকধর্মী। ‘নতুন করে পাব বলে’-এর প্রতিটি কবিতায় একটি পঙ্ক্তি ঠাকুরের; কবিতাটি অনুপ্রাণিত সেই পঙ্ক্তির ভাব ও দ্যোতনায়; এই পাঙক্তির অনুরণন কবির মনে। তাঁর কবিতায়। বলা যায়, বাংলা কবিতার অভিযাত্রায় এ এক অজানা অভিঘাত, নয়া অভিজ্ঞতা। সম্প্রতি বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজন করা হয়েছিল মারুফুল ইসলামের নতুন কাব্যগ্রন্থ ‘নতুন করে পাব বলে’-এর প্রকাশনা উৎসব। এতে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। গ্রন্থ বিষয়ে আলোচনা করেন কবি হাবীবুল্লাহ সিরাজী, অধ্যাপক গোলাম মোস্তফা ও কবি তুষার দাশ। স্বাগত বক্তব্য প্রদান করেন পাক্ষিক অন্যদিন-এর সম্পাদক এবং অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। ‘নতুন করে পাব বলে’-এর প্রকাশক অন্যপ্রকাশ। মূল্য ২৮০। প্রচ্ছদ আশুতোষ দেবনাথ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ