Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিজিবি মহাপরিচালকের শীতবস্ত্র বিতরণ

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, বিজিবিএম, এনডিসি, পিএসসি, পি ইঞ্জ, গত ৯ জানুয়ারি ৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, রংপুরের আওতাধীন ডাংগাটারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসচেতনমূলক সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সভায় বিজিবি মহাপরিচালক সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, মাদক পাচার, নারী ও শিশু পাচারসহ চোরাচালান প্রতিরোধ বিষয়ে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। পরে মহাপরিচালক স্থানীয় পাঁচ শতাধিক দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম, বিজিবিএম, পিএসসি, ৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, রংপুরের অধিনায়ক লে. কর্নেল মো. মাহফুজ উল বারী, পিএসসি, লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আরিফ, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার এস এম নাসির উদ্দিন, পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. নূর কুতুব উল আলম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ