Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৮, ১২:৫৬ পিএম | আপডেট : ২:১৪ পিএম, ১২ জানুয়ারি, ২০১৮

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আরিফুর রহমান রাশেদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) ভোর ৪টার দিকে হাজী মুহম্মদ মুহসীন হলের ২০৯ নম্বর কক্ষে তিনি মারা যান।

আরিফুর রহমান শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার নশরতপুর গ্রামে।

শিক্ষার্থীরা জানান, ভোর ৪টার দিকে হঠাৎ করে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠেন রাশেদ। এ সময় রুমের অন্য সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন মৃত শিক্ষার্থী আরিফুর রহমান রাশেদকে তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ