গাজীপুরে ট্রেন-পিকআপের সংঘর্ষে ৩ জনের মর্মান্তিক মৃত্যু
.jpg)
গাজীপুরের কালিগঞ্জে ট্রেন-পিকআপের সংঘর্ষে পিকআপে থাকা ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ মে)
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে অবৈধভাবে বহনকালে সোনা, রুপা, তামা ও নিকেল কয়েন, ভারতীয় রুপিসহ গোপাল লালা (৪১) নামে একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার গোপালগঞ্জ গ্রামের বিভূতি লালার ছেলে। শনিবার দুপুরে সোনামসজিদ বিওপির টহল দল সীমান্তের ১শ’ গজ বাংলাদেশের ভেতরে জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী ঘটনাটি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত গোপাল লালার নিকট ৩২ গ্রাম ওজনের ৪টি সোনার কয়েন, ৯১৮ গ্রাম ওজনের ১১২টি রুপার কয়েন, ২টি করে নিকেল ও তামার কয়েন, প্রায় চার হাজার ভারতীয় রুপি, প্রায় দেড় হাজার বাংলাদেশি টাকা ও সীমসহ ২টি মোবাইল ফোনসেট পাওয়া যায়। তার নিকট থেকে জব্দকৃত মালামালের মূল্য ২ লক্ষ ১৫ হাজার টাকা। গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিককে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।